All the world’s richest people spend the most money on their hobby: যে টুকু আমাদের কাছে রয়েছে তার থেকে একটু বেশি কিছু পাওয়ার চাহিদা আমাদের প্রায় সবার মধ্যেই আছে। একজন মানুষের অনেক রকমের শখ থাকে আর সেই শখ পূরণ করার জন্য তারা চেষ্টাও করে নিজেদের মতো করে নিজেদের সামর্থ্য অনুযায়ী। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষেরা সাধারণত আমাদের মৌলিক তিনটি চাহিদা খাদ্য, বস্ত্র ও বাসস্থানের জন্যই টাকা উপার্জন করেন এবং ব্যয় করেন। কিন্তু আমাদের দেশের বিভিন্ন ধন কুবেরেরা সবথেকে বেশি টাকা ব্যয় করেন তাদের শখ (Hobby of Richest People) মেটানোর জন্য।
সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে দেশের ধনী ব্যক্তিরা তাদের সম্পত্তির প্রায় ১৭ শতাংশ খরচ করেন বিলাসবহুল জীবনযাপনের জন্য। গাড়ি, বাড়ি, ঘড়ি, দামি দামি পোশাক, ঘর সাজানোর জিনিস ইত্যাদির পেছনে তাদের বহুল পরিমাণ অর্থ ব্যয় করতে দেখা যায়।
ফ্যাশন বা স্টাইল বজায় রাখার জন্য শুধুমাত্র এক্সপেন্সিভ পোশাক আশাক নয়, তার পাশাপাশি দরকার নানারকম এক্সেসারিজ। আর তার মধ্যে সবথেকে বেশি চাহিদায় রয়েছে বহু মূল্যবান ঘড়ি। ধনীরা সব থেকে বেশি অর্থ ব্যয় করেন এই ঘড়ির পিছনে। নারী পুরুষ নির্বিশেষে ঘড়ির প্রতি একটা আলাদা আকর্ষণ অনুভব করেন বহু মানুষ। নানা ধরনের একাধিক নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির ঘড়ি নিজেদের সংগ্রহে রাখতে পছন্দ করেন বেশিরভাগ ধনী মানুষেরা।
আরও পড়ুন ? Jio Pay Soundbox: রাতের ঘুম উড়ল PhonePe, Google Pay-র! Payment সাউন্ডবক্স নিয়ে নতুন চাল আম্বানির
একটু শৌখিন লোকেদের মধ্যে ঘর সাজানোর জিনিসের বিষয় শৌখিনতা দেখা যায়। আর তার মধ্যে উচ্চস্থানে রয়েছে অ্যান্টিক আইটেম। প্রত্নতত্ত্বের বিভিন্ন জিনিস, সেটা পুরনো কোন পেইন্টিং হতে পারে বা কোন মুদ্রা বা বহু বছরের পুরনো কোন জিনিস যার ঐতিহাসিক মূল্য বর্তমানে প্রচুর। এই সমস্ত জিনিসের উপরেও বেশ কিছু টাকা ব্যয় করেন ধনী ব্যক্তিরা।
এছাড়াও বিত্তশালী ধনী ব্যক্তিরা বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড ব্যাগ, এক্সপেন্সিভ পোশাক আশাক, জুতো, গহনা ইতাদির পিছনে খরচ করে থাকেন। বিভিন্ন দামী ধাতুর গহনা পড়াও বেশ কিছু মানুষের শখের মধ্যেই পড়ে এবং এই শখ (Hobby of Richest People) মেটাতে গিয়ে তারা কোটি কোটি টাকা খরচ করে বসেন নির্দ্বিধায়। তবে এই সবকিছুর ঊর্ধ্বে রয়েছে এক্সপেন্সিভ ঘড়ি এর চাহিদা ধনীদের মধ্যে সবথেকে বেশী।