Jio Pay Soundbox: রাতের ঘুম উড়ল PhonePe, Google Pay-র! Payment সাউন্ডবক্স নিয়ে নতুন চাল আম্বানির

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দেওয়া সংস্থাটির নাম হল মুকেশ আম্বানির জিও (Jio)। টেলিকম ব্যবস্থায় বৈপ্লবিক সব পরিবর্তন এনে দেওয়ার পাশাপাশি এবার এই সংস্থা অন্যান্য বিভিন্ন সেক্টরে বৈপ্লবিক পরিবর্তন এনে দিতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে। এসবের মধ্যে এবার যে পদক্ষেপ তারা নিতে চলেছে তাতে রীতিমতো ঘুম উড়বে PhonePe, Google Pay-এর মতো জনপ্রিয় ফিনটেক সংস্থাগুলির।

আসলে ভারতে UPI পেমেন্ট ব্যবস্থায় যে সকল সংস্থাগুলি সবচেয়ে বড় বাজার দখল করে রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো PhonePe ও Google Pay। এছাড়াও বড় বাজার দখল করেছিল Paytm। কিন্তু সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেওয়ার কারণে তাদের উপর বিশ্বাস উড়েছে সাধারণ গ্রাহক থেকে ব্যবসায়ীদের।

পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেওয়ার ঘোষণার পর অনেক ব্যবহারকারী এটিএম ব্যবহার করা ছেড়ে দিচ্ছেন। এছাড়াও তারা বিভিন্ন দোকানে ব্যবসার জন্য যে সাউন্ডবক্স সহ ইউপিআই ব্যবস্থা রেখেছিল তা থেকেও বেরিয়ে আসছেন গ্রাহকরা। এই পরিস্থিতিতে বাজার দখল করার জন্য মুখিয়ে ফোন পে, গুগল পের মতো সংস্থাগুলি। কিন্তু তাদের এত সহজে বাজার দখল করা সহজ হবে না, কেননা এবার মুকেশ আম্বানির সংস্থা নতুন চাল চাললো।

আরও পড়ুন 👉 Powerful Jio Hanuman: Jio অতীত, স্মার্ট বাজার অতীত, এবার সবাইকে পিছনে ফেলে আম্বানি আনছে ‘হনুমান’

মুকেশ আম্বানির সংস্থা এবার তাদের ইউপিআই পরিষেবাকে আরও বেশি পরিমাণে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের সাউন্ডবক্স (Jio Pay Soundbox) সরবরাহ করবে বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই জিও তাদের সাউন্ডবক্সের ট্রায়াল শুরু করে দিয়েছে বলেও সূত্র মারফত জানা গিয়েছে। যে কারণে আগামী দিনে ভারতের বাজারে বাজারে জিওর এই সাউন্ড বক্সের দেখা মিলতে পারে বলেই মনে করা হচ্ছে।

বাজারে বাজারে জিওর সাউন্ড বক্সের দেখা মেলার অন্য একটি কারণ রয়েছে আর সেই কারণটি হল, যে সকল ব্যবসায়ীরা জিওর এই সাউন্ডবক্স নেবেন তারা সংস্থার থেকে দারুণ দারুণ অফার পাবেন। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সংস্থার তরফ থেকে তাদের জিও সাউন্ড বক্স নিয়ে কোন বিবৃতি দেওয়া হয়নি। তবে যেভাবে জল্পনা বাজারে ছড়াচ্ছে তাতে জিওর এই জিও পে সাউন্ড বক্স নতুন করে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে পেমেন্টের বাজারে বলেই মনে করা হচ্ছে।