Powerful Jio Hanuman: Jio অতীত, স্মার্ট বাজার অতীত, এবার সবাইকে পিছনে ফেলে আম্বানি আনছে ‘হনুমান’

Mukesh Ambani launches An AI-based service Powerful Jio Hanuman: মুকেশ আম্বানি এই মুহূর্তে এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি। আর তার পরিচালিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের ব্যবসার বাজারে একের পর এক উন্নত মানের সংযোজন ঘটিয়ে চলেছে। এর আগেই জিও ব্রেন পরিষেবা এনে তাক লাগিয়ে দিয়েছে মুকেশ আম্বানির সংস্থা। দেশের নামী ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান গুলির মধ্যেও অন্যতম হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেশের আরো বেশ কিছু নামি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান এর সঙ্গে সম্মিলিত প্রয়াসে বাজারে নিয়ে আসতে চলেছে একটি এআই ভিত্তিক পরিষেবা, যার নাম হনুমান (Powerful Jio Hanuman)।

বর্তমানে এআই পরিষেবা ভারতে বেশ উন্নতির পথে এগিয়ে চলেছে। এবার সেই পথকে আরো প্রশস্ত করতে মুকেশ আম্বানির সংস্থা ও দেশের অন্যান্য বৃহত্তম ইঞ্জিনিয়ারিং সংস্থা গুলি সম্মিলিত ভাবে কনসর্টিয়াম ভারত জিপিটি গ্রুপ আগামী মাসেই বাজারে নিয়ে আসতে চলেছে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে বলীয়ান নতুন এআই ভিত্তিক পরিষেবাটি। এটি সম্পূর্ণ ভাবে মেক ইন ইন্ডিয়া ভাবে প্রস্তুত যে মডেল। এর নাম দেওয়া হয়েছে ‘হনুমান’।

সম্প্রতি মুম্বাইতে আয়োজন করা হয়েছিল একটি টেকনোলজিক্যাল কনফারেন্স এর। সেখানে উপস্থিত ছিলেন দেশের বড় বড় ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান গুলি। এই টেকনোলজিক্যাল কনফারেন্স এই ‘হনুমান’ (Powerful Jio Hanuman) এর ডেমো দেখানো হয়েছে। এই কনফারেন্স এ প্রদর্শিত ডেমো অনুসারে দেখা গেছে শুরুতে হেলথ কেয়ার, গভর্ন্যান্স, ফিনান্সিয়াল সার্ভিসেস এবং এডুকেশান এই চারটি বিষয়ে মোট ১১ টি ভারতীয় ভাষায় গ্রাহককে পরিষেবা দিতে সক্ষম এই ‘হনুমান’।

আরও পড়ুন 👉 TATA vs Ambani: এই ব্যবসায় টাটাদের রমরমা বাজার! দেখেশুনে চরম হিংসা আম্বানিদের, নিলেন নতুন পদক্ষেপ

এখানেই শেষ নয়, ‘হনুমান’ নামক নতুন এই মডেলে স্পিচ টু টেক্সট কনভার্সান এর সুবিধাও পাওয়া যাবে বলে জানানো হয়েছে নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে। রিলায়েন্স কর্তৃপক্ষর তরফ থেকে জানানো হয়েছে জিও ব্রেন এআই মডেলের পাশাপাশি এই মডেলেকেও গ্রাহকের চাহিদার ভিত্তিতে কাস্টোমাইজড করে দেওয়া হবে। গ্রাহকরা ঠিক যেভাবে একে চালাতে চাইবেন সেই ভাবেই পরিচালিত হবে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত এই হনুমান।

এর আগেই জিও ব্রেন বাজারে নিয়ে এসে এআই দুনিয়ায় সারা ফেলে দিয়েছিলো মুকেশ আম্বানির রিলায়েন্স কর্তৃপক্ষ। এবার নতুন ভাবে প্রস্তুত করা এই মডেল অর্থাৎ হনুমান (Powerful Jio Hanuman) কিভাবে এআই এর দুনিয়ায় ভারতের উন্নতির পথে অগ্রসর হয় সেটাই দেখার।