নিজস্ব প্রতিবেদন : হাতে আর কয়েকটি দিন তারপরেই আসছে দোলযাত্রা বা হোলি (Holi)। হোলিতে ৮ থেকে ৮০ সবাইকেই নিজের নিজের মতো করে উৎসবের মেতে উঠতে দেখা যায়। কোন কোন জায়গায় একদিনের জন্য আবার কোন কোন জায়গায় উৎসবের রেস থেকে যায় বেশ কয়েকদিন। আবার চলতি বছর হোলির সময় টানা ছুটি পাওয়ার কারণে অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন।
চলতি বছর ২৫ মার্চ পড়েছে হোলি। দিনটি পড়েছে সোমবার। যে কারণে তার আগে ২৩ মার্চ ও ২৪ মার্চ শনিবার ও রবিবার হওয়ার কারণে ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারী থেকে শুরু করে ব্যাংক কর্মীরা। স্বাভাবিকভাবেই টানা তিনদিনের ছুটিকে কাজে লাগিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করতে ছাড়ছেন না অনেকেই। আবার বাঙ্গালীদের যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাদের বড় অংশ উত্তরবঙ্গের দিকে তাকিয়ে রয়েছেন।
উত্তরবঙ্গ এমন একটি ভ্রমণের জায়গা যেখানে সারা বছরই কোনো না কোনো জায়গা থেকে পর্যটকরা ঘুরতে আসেন। যে কারণে উত্তরবঙ্গগামী সব ট্রেনের টিকিটের আকাল লক্ষ্য করা যায়। তবে এই পরিস্থিতির কথা মাথায় রেখে এবার রেলের তরফ থেকে হোলি উপলক্ষে একটি স্পেশাল ট্রেন (Holi Special Train for North Bengal) দেওয়া হল, যাতে চড়ে সহজেই নিউ জলপাইগুড়ি যাওয়া যাবে।
আরও পড়ুন ? New Train in WB: আরও একটি নতুন ট্রেনের পথ চলা শুরু হল বাংলায়, চলবে এই রুটে, রইল সময়সূচী
রেলের তরফ থেকে উত্তরবঙ্গগামী যে স্পেশাল ট্রেনটি ঘোষণা করা হয়েছে সেটি হল শিয়ালদা-জাগিরোড-শিয়ালদা হোলি স্পেশাল ট্রেন। এই ট্রেনটি আপ ও ডাউন মিলিয়ে মোট চারটি ট্রিপ দেবে। এই ট্রেনটিতে চড়েই সহজে যাত্রীরা শিয়ালদা এবং রাজ্যের অন্যান্য জায়গা থেকে পৌঁছে যেতে পারবেন নিউ জলপাইগুড়ি। ট্রেনটি শিয়ালদা ও নিউ জলপাইগুড়ি স্টেশনের মাঝে নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা, আজিমগঞ্জ, মালদা টাউন, কিশানগঞ্জ সহ বিভিন্ন স্টেশনে স্টপেজ দেবে।
০৩১০৫ শিয়ালদা থেকে জাগিরোডগামী ট্রেনটি ১৫ এবং ২২ মার্চ সকাল ৯টার সময় শিয়ালদা থেকে ছাড়বে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছাবে ওই দিন সন্ধ্যা ৭:১০ মিনিটে। অন্যদিকে ০৩১০৬ শিয়ালদাগামী ট্রেনটি জাগিরোড থেকে ১৬ এবং ২৩ মার্চ শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি জাগি রোড থেকে দুপুর ১টার সময় ছাড়ার পর নিউ জলপাইগুড়ি এসে পৌঁছাবে রাত ১২টা ৪০ মিনিটে। অন্যদিকে ট্রেনটি শিয়ালদা এসে পৌঁছাবে পরদিন দুপুর ১টার সময়।