West Bengal lag behind in the country in terms of household consumption: সম্প্রতি সর্বভারতীয় গৃহস্থালী খরচ (Household Expenses) সমীক্ষা ২০২২-২৩ এর তথ্য প্রকাশ করেছে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক। এই তথ্যগুলি ২০২২ সালের আগস্ট মাস থেকে ২০২৩ সালের জুলাই মাস অব্দি যে সমীক্ষা চালানো হয় তার উপর ভিত্তি করেই পাওয়া যায়। প্রতি পাঁচ বছর অন্তর এনএসএসও দ্বারা পরিচালিত অল ইন্ডিয়া হাউজহোল্ড কনজাম্পশন এক্সপেনডিচার সার্ভের মাধ্যমে পরিবারের খরচ সম্পর্কে একটা আভাস পাওয়া যায়।
সারা দেশব্যাপী সমীক্ষা চালিয়ে সমগ্র জাতির ও বিভিন্ন রাজ্যগুলির শহুরে ও গ্রামীণ গৃহস্থালীর মাসিক খরচের তারতম্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। মাসিক খরচ (Household Expenses) সংক্রান্ত এই তথ্য প্রায় ১১ বছর পর প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। এই তথ্যে দেখা গেছে ভারতের জাতীয় গড় খরচের থেকে পশ্চিমবঙ্গের গড় খরচ অনেকটাই কম। এই তালিকার প্রায় শেষে অবস্থান করছে পশ্চিমবঙ্গ।
সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার মাসিক গড় খরচ (Household Expenses) হলো আনুমানিক ৩২৩৯ টাকা। সেখানে শহুরে অঞ্চলের মাসিক গড় খরচ আনুমানিক ৫২৬৭ টাকা। অথচ উল্টো দিকে জাতীয় গড় খরচের ক্ষেত্রে গ্রামীণ এলাকার মাসিক গড় খরচ আনুমানিক ৩৭৭৩ টাকা আর শহুরে এলাকায় মাসিক ঘর খরচ আনুমানিক ৬৪৫৯ টাকা। সমীক্ষায় জাতির গড় খরচের দিক থেকে পশ্চিমবঙ্গের গড় খরচ অনেকটাই পিছিয়ে রয়েছে। তালিকায় ভারতের অন্যান্য রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গের নাম একদম শেষের দিকে রয়েছে।
আরও পড়ুন ? Unemployment rate: স্নাতক চাকরি! কত নম্বরে পশ্চিমবঙ্গ, পরিসংখ্যান জেনে গর্বে ভরছে বাঙালিদের
সব থেকে অবাক করা বিষয় হলো ভারতীয়রা চাল ডালের মত নিত্য প্রয়োজনীয় খাবারের থেকে অনেক বেশি টাকা খরচ করছে প্রক্রিয়া জাত খাবারের পিছনে। টিভি, এসি, ফ্রিজ মোবাইল ইত্যাদি ইলেকট্রনিক্স জিনিস কেনার প্রতিও ঝোঁক দেখা যাচ্ছে। এছাড়া অন্যান্য পরিষেবা যেমন কোনো বিনিয়োগ সংস্থার নিত্য নতুন লোভোনীয় স্কিম বা অন্য কোন সুযোগ সুবিধা গ্রহনের ক্ষেত্রে খরচের পরিমাণও অনেকটাই বেড়েছে ভারতীয়দের ক্ষেত্রে।
পূর্ববর্তী সমীক্ষার সাথে বর্তমান সমীক্ষার পর্যালোচনা করে দেখা গেছে, যেখানে ২০১১-২০১২ অর্থবর্ষে গ্রামীন এলাকায় গৃহস্থের মাসিক গড় খরচ (Household Expenses) ছিল ৫২.৯ শতাংশ সেখানে খরচ কমে বর্তমান ২০২২-২০২৩ অর্থবর্ষে গ্রামীন এলাকায় গৃহস্থের গড় খরচ দাঁড়িয়েছে ৪৬.৪ শতাংশ। শহুরে গৃহস্থালীর ক্ষেত্রে ২০১১-২০১২ অর্থবর্ষে গড় খরচ ছিল ৪২.৬২ শতাংশ। ২০২২-২০২৩ অর্থবর্ষে তা কমে গড় খরচ দাঁড়িয়েছে ৩৯.২ শতাংশ। ২০২২-২০২৩ অর্থবর্ষে খাদ্য সামগ্রী বাদে অন্যান্য ক্ষেত্রে গড় খরচের পরিমাণ দাঁড়িয়েছে গ্রামীণ গৃহস্থালীর ক্ষেত্রে ৫৩.৬ শতাংশ এবং শহুরে পরিবারগুলির ক্ষেত্রে ৬০.৮ শতাংশ।