Know Indian Railway Train Driver or Loco Pilot Salary: পরিবহন ব্যবস্থার দিক থেকেও যেমন উন্নত তেমন সরকারি চাকরির দিক থেকেও দেশের অন্যতম বৃহত্তম সংস্থা হল ইন্ডিয়ান রেলওয়ে। সাশ্রয়ী মূল্যে আরামদায়কভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রীদের পৌঁছে দেয় ভারতীয় রেল। নিত্যদিনের যাতায়াতের জন্য যার উপর ভরসা করে থাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পড়ুয়া থেকে শুরু করে কর্মজীবীরা। তবে কখনো কি মাথায় প্রশ্ন এসেছে যারা ট্রেন চালান অর্থাৎ লোকো পাইলটদের (Loco Pilot) মাসিক বেতন কত হয়? তারা কিভাবে এই চাকরিতে নিযুক্ত হয়? এমন কারো যদি লোকো পাইলট হওয়ার ইচ্ছা থাকে তাহলে তারা জেনে নিন লোকো পাইলট সম্পর্কিত বিস্তারিত তথ্য।
পড়াশোনা শেষ করে এখন অনেকেই চাকরির প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন। তেমনি ভারতীয় রেল বিভাগেও বহু কর্মী নিযুক্ত করা হয়। বিভিন্ন পদে বিভিন্ন কর্মীদের নিযুক্ত করা হয়। তার মধ্যে একটি পদ হল লোকো পাইলট (Loco Pilot)। অনেকেই রয়েছে যাদের লোকো পাইলট হওয়ার স্বপ্ন রয়েছে। কিন্তু কিভাবে হবেন তা জানে না। যোগ্যতা কত লাগে তাও জানা নেই। তাই স্বপ্ন পূরণ করতে জেনে নিন লোকো পাইলট কি? কিভাবে আবেদন করা যায়? যোগ্যতা কি লাগে?
লোকো পাইলট কি? ট্রেন চালকদের লোকো পাইলট বলা হয়। এদের কাজ হল ট্রেনের গতিবিধি পর্যবেক্ষণ করা, রেল কর্তৃপক্ষের সাথে সংযোগ রাখা, সিগন্যাল পরিবর্তনে পর্যবেক্ষণ করা, ট্রেনের মেরামতির প্রয়োজন হলে তা সম্পন্ন করা এবং ট্রেনের ইঞ্জিন ঠিকঠাক আছে কিনা তা দেখাশোনা করা। তবে এই লোকো পাইলট পদটি ভারতীয় রেল বিভাগের অন্যতম সিনিয়ার পোস্ট। যেখানে সরাসরি নিয়োগ করা হয় না।
মূলত লোক পাইলট হতে গেলে প্রথমে সহকারী লোকো পাইলট হতে হবে। এই পদে নিযুক্ত হওয়ার পর আলাদা পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষায় সহকারী লোকো পাইলট (Loco Pilot) হিসেবে অংশগ্রহণ করলে অভিজ্ঞতা এবং যোগ্যতার নিরিখে ব্যক্তিকে লোকো পাইলট পদে নিযুক্ত করা হয়। এর জন্য নূন্যতম যোগ্যতা লাগে উচ্চমাধ্যমিক সহ আইটিআই ডিপ্লোমা উত্তীর্ণ। এছাড়াও ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট উত্তীর্ণরাও সহকারী লোকো পাইলট পদে আবেদন করতে পারেন।
আরও পড়ুন ? Konark Surya Temple: এবার পুরি থেকে কোনারক মন্দিরও যাওয়া যাবে ট্রেনে! নয়া উদ্যোগ রেলের
লোকো পাইলটদের ৮ ঘন্টার কাজে প্রাথমিক বেতন শুরু ১৯,৯০০ টাকা থেকে। পাশাপাশি দেওয়া হয় মহার্ঘ ভাতা, পরিবহন ভাতা, বাড়ি ভাড়া ভাতা ইত্যাদি। কার্যক্ষেত্রে ওভারটাইমও হতে পারে। সেক্ষেত্রে এক্সট্রা বেতানও মেলে। মোট বেতন হয় ৩৫,০০০ থেকে ৩৭,০০০ টাকা। এছাড়া লোকো পাইলটের বিভিন্ন বিভাগে বিভিন্ন বেতন দেওয়া হয়। যেমন অ্যাসিসট্যান্ট লোকো পাইলট ২৫,০০০ থেকে ৩৫, ০০০৷ লোকো পাইলক (মালগাড়ি), ৪০, ০০০ থেকে ৫৬,০০০, লোকো পাইলট (মেইল) ৬০, ০০০ থেকে ৭৮,০০০৷ শান্টিং লোকো পাইলট, ২৮, ০০০ থেকে ৩৮, ০০০৷ লোকো পাইলট প্যাসেঞ্জার (প্যাসেঞ্জার) ৫০,০০০ থেকে ৬৬, ০০০৷ লোকো পাইলট (হাই স্পিড) ৭৭,০০০ থেকে ৮৮,০০০৷
লোকো পাইলট (Loco Pilot) পদে কর্মী নিয়োগ করা হয় দুটি পরীক্ষার ভিত্তিতে। কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা। এই দুটি পরীক্ষায় উত্তীর্ণ হলেই সহকারী লোকো পাইলট এবং লোকো পাইলট পর্যায়ে কর্মী নিযুক্ত করা হয়। বয়স লাগে ১৮ থেকে ২৮ পর্যন্ত। তবে বিশেষ ক্ষেত্রে বয়সের ছাড়পত্র পাওয়া যায়।