Model Code of Conduct: আর করা যাবে না এই সব কাজ, সরকার থেকে প্রার্থী, মানতে হবে MCC

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শনিবার দুপুর তিনটের সময় আনুষ্ঠানিকভাবে মুখ্য নির্বাচন কমিশনের তরফ থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হল। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই রাগু হয়ে গেল MCC অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট (Model Code of Conduct)। মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী রাজনৈতিক দল থেকে প্রার্থী, রাজনৈতিক নেতা, সরকার সকলকে আদর্শ আচরণ বিধি মেনে চলতে হবে। এছাড়াও সাধারণ মানুষদের উপরেও আদর্শ আচরণ বিধি লাগু হয় অর্থাৎ তাদেরও মেনে চলতে হয়।

Advertisements

এমসিসি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্টের ক্ষেত্রে সাধারণ আচরণ, মিটিং, মিছিল, ভোটের দিন, ভোট কেন্দ্র, পর্যবেক্ষক, শাসক দল, নির্বাচনী ইশতেহার নিয়ে মোট আট রকমের নিয়ম বাবি জিনিসের মেনে চলতে হয়। যেদিন থেকে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয় সেদিন থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যায়। যতদিন না নির্বাচন প্রক্রিয়া শেষ হচ্ছে অর্থাৎ ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত এই বিধি নিষেধ লাগু থাকে। বিধি নিষেধ অমান্য করা হলে কড়া পদক্ষেপ গ্রহণ করে নির্বাচন কমিশন।

Advertisements

নিয়ম অনুযায়ী ভাষাগত বিদ্বেষ, জাতি, সম্প্রদায়, মন্দির মসজিদ অথবা অন্য কোন ধর্মীয় স্থান ইত্যাদিতে প্রচার, টাকা দিয়ে ভোট কেনা, ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচার ইত্যাদি করা যাবে না। মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাওয়ার পর কোন সরকারি কর্মচারীকে নতুন পদ অথবা তার বদলি করা যাবে না। এছাড়াও নির্ধারিত এই সময়ের মধ্যে কোন মন্ত্রীরা তাদের গাড়ি কেবলমাত্র বাড়ি ও অফিসের মধ্যে যাতায়াতের জন্য ব্যবহার করতে পারবেন।

Advertisements

আরও পড়ুন ? Lok Sabha Election in WB: সবচেয়ে বেশী দফায় ভোট বাংলায়, দেখে নিন আপনার জেলায় কবে

মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাওয়ার পর সরকারের তরফ থেকে কোন প্রকল্প অথবা অন্যান্য কোন ঘোষণা করতে পারবে না। এছাড়াও কোন প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন করা যাবে না। এমনকি কোন মিটিং অথবা মিছিল করার ক্ষেত্রে সব সময় রাজনৈতিক দল অথবা প্রার্থীদের স্থানীয় প্রশাসনকে তাদের কর্মসূচি সম্পর্কে জানাতে হবে এবং অনুমতি নিতে হবে।

যদি নির্বাচন কমিশনের এই সকল নির্দেশিকা কোন রাজনৈতিক দল বা কোন প্রার্থী না মানেই তাহলে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নেয়। পদক্ষেপ অনুযায়ী নির্বাচন কমিশন ওই প্রার্থী অথবা রাজনৈতিক দলকে নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়েও দিতে পারে।

Advertisements