Lok Sabha Election in WB: সবচেয়ে বেশী দফায় ভোট বাংলায়, দেখে নিন আপনার জেলায় কবে

নিজস্ব প্রতিবেদন : অবশেষে ১৬ মার্চ শনিবার ঘোষণা হয়ে গেল আসন্ন লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) দিনক্ষণ। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এবার নির্বাচন শুরু হবে ১৯ এপ্রিল। নির্বাচন শেষ হবে ১ জুন। অন্যদিকে ভোট গণনা করা হবে ৪ জুন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এবার মোট ৭ দফায় নির্বাচন (Lok Sabha Election in WB) করা হবে। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে ৭ দফা নির্বাচন হবে। সবচেয়ে বেশি দফায় নির্বাচন হবে পশ্চিমবঙ্গেই।

পশ্চিমবঙ্গ ছাড়াও সাত দফায় নির্বাচন হবে বিহার এবং উত্তর প্রদেশে। সবচেয়ে কম দফায় ভোট অর্থাৎ এক দফায় ভোট গ্রহণ হবে অরুণাচলপ্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপ, অন্ধ্রপ্রদেশ, চণ্ডিগড়, দাদরা ও নগর হাভেলি, দিল্লি, গোয়া, গুজরাত, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, কেরল, লাক্ষাদ্বীপ, লাদাখ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, পুদুচ্চেরী, সিকিম, তামিলনাড়ু, পাঞ্জাব, তেলঙ্গানা এবং উত্তরাখণ্ডে।

পশ্চিমবঙ্গে কোথায় কবে ভোট?

প্রথম দফায় ১৯ এপ্রিল শুক্রবার ভোট গ্রহণ হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে

দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল শুক্রবার ভোট গ্রহণ হবে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে।

তৃতীয় দফায় ৭ মে মঙ্গলবার ভোট গ্রহণ হবে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুরে।

চতূর্থ দফায় ১৩ মে সোমবার ভোট গ্রহণ হবে রাণাঘাট, কৃষ্ণনগর, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোলে।

আরও পড়ুন 👉 Election Commission Rules: ভোট দিন বাড়িতে বসে, বড় ব্যবস্থা নির্বাচন কমিশনের, দেখে নিন কারা পাবেন সুবিধা

পঞ্চম দফায় ২০ মে সোমবার ভোট গ্রহণ হবে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, আরামবাগে।

ষষ্ঠ দফায় ২৫ মে শনিবার ভোট গ্রহণ হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুরে।

সপ্তম দফায় ১ জুন শনিবার ভোট গ্রহণ হবে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম , বারাসত, বসিরহাট, যাদবপুর, জয়নগরে।