ECI New App: আপনার এলাকার লোকসভার প্রার্থীর বিদ্যের দৌড় কতদূর! কত টাকার মালিক! জানিয়ে দেবে এই অ্যাপ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য মুখ্য নির্বাচন কমিশন (ECI) ইতিমধ্যেই তাদের নিয়ম-কানুনে বিভিন্ন পরিবর্তন এনেছে। নিয়ম কানুনের বিভিন্ন পরিবর্তন আনার পাশাপাশি ভোটারদের এলাকার প্রার্থীদের সম্পর্কে যাতে ভোটাররা সমস্ত খুঁটিনাটি জানতে পারেন তার জন্যও নানান ব্যবস্থা করা হয়েছে। আর এই সকল ব্যবস্থা আরও সহজে ভোটারদের সামনে তুলে ধরতে লঞ্চ হল নতুন অ্যাপ (ECI New App)।

Advertisements

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যে সকল প্রার্থীরা ভোটে প্রতিদ্বন্দিতা করেন তাদের নিজেদের সম্পত্তি, পড়াশুনা, তাদের বিরুদ্ধে কোন মামলা রয়েছে কিনা ইত্যাদি সমস্ত খুঁটিনাটি জানিয়ে থাকেন। এই সকল খুঁটিনাটি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামা হিসাবে জমা দিতে হয়। সেই হলফনামায় তারা যা জানান তা ভোটারদের সামনে তুলে ধরে কমিশন।

Advertisements

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের ফলফনামা পেশ করার সময় যে সকল তথ্য তুলে ধরতে হয় সেই সকল তথ্য যাতে মিথ্যা না হয় তার জন্য কমিশনের তরফ থেকে সব বিষয় খতিয়ে দেখা হয়। এক্ষেত্রে যদি কোথাও কোন ভুলভ্রান্তি থাকে তাহলে মনোনয়নপত্র বাতিল হতে পারে। এবার প্রার্থীদের এই সকল তথ্য অর্থাৎ প্রার্থীর বিদ্যের দৌড় কতদূর, তার কাছে কত টাকার সম্পত্তি রয়েছে সব জানা যাবে নির্বাচন কমিশনের একটি অ্যাপের মাধ্যমে।

Advertisements

আরও পড়ুন ? BJP in West Bengal: ‘যা ভাবছেন তার থেকেও অনেককিছু’, বাংলায় বিজেপির ফল নিয়ে ৫ পয়েন্ট প্রশান্ত কিশোরের

নির্বাচন কমিশনের তরফ থেকে এই সকল তথ্য সকলের সামনে সহজ ভাবে তুলে ধরার জন্য যে অ্যাপটি লঞ্চ করেছে তার নাম হলো KYC-ECI। এই অ্যাপ প্রথম লঞ্চ করা হয় ২০২২ সালের ১৫ জানুয়ারি। পরবর্তীতে অ্যাপটিকে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি আপডেট করা হয়েছে এবং সেখানে আরও বিভিন্ন সুবিধা প্রদান করা হয়েছে। এর ফলে ভোটাররা খুব সহজেই তাদের প্রার্থী সম্পর্কে খুঁটিনাটি জেনে নিতে পারবেন নিজেদের এই অ্যাপটির মাধ্যমে।

ইলেকশন কমিশনের এই অ্যাপ ডাউনলোড করা এবং ব্যবহার করা অত্যন্ত সহজ। গুগল প্লে স্টোর অথবা আইওএস প্ল্যাটফর্ম থেকে একটি ডাউনলোড করে খুব সহজেই প্রার্থীর নাম লিখে সার্চ করে নিতে পারবেন। যদি প্রার্থীর নাম জানা না থাকে তাহলেও চিন্তা নেই। কেননা এক্ষেত্রে নিজের এলাকা এবং লোকসভা কেন্দ্র বেছে নেওয়ার জায়গা রয়েছে। এই পদ্ধতিতেও জানা যাবে নিজেদের এলাকায় কোন কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের শিক্ষাগত যোগ্যতা থেকে সম্পত্তি সমস্ত কিছুর খুঁটিনাটি।

Advertisements