Radhika Merchant: আম্বানীদের হবু বৌমা রাধিকার বাবা মায়ের সম্পত্তি কত! কী পরিচয় তাদের

Antara Nag

Published on:

Advertisements

Who are the parents of Ambani’s would be daughter in law Radhika Merchant: সোশ্যাল মিডিয়ার যেকোনো প্ল্যাটফর্মে গেলেই এখন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহ সংক্রান্ত অনুষ্ঠানের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ হয়ে উঠেছে রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)। শুধু মাত্র আম্বানি পরিবারের নতুন পুত্রবধূ হিসেবে নয়, ফ্যাশনিস্তা হিসেবেও। নীতা আম্বানির সাজ পোশাক যেমন বি-টাউনে চর্চিত বিষয় তেমনি রাধিকা মার্চেন্টও এখন আলোচনার বিষয় হয়ে উঠেছেন। সাজগোজের দিক থেকে শাশুড়িকে টেক্কা দিতে কোন অংশে পিছিয়ে নেই আম্বানি পরিবারের হবু পুত্রবধূটি।

Advertisements

অনন্ত আর রাধিকার পরিচয় ছোটবেলা থেকে। দুজন কে একসাথে দেখা গেছে নানা অনুষ্ঠানে। প্রিয়াঙ্কা ও নিকের বিয়েতে রাধিকা উপস্থিত ছিলেন অনন্তর সঙ্গে আর সেখান থেকেই তাদের দুজনের বিয়ের আলোচনা জোরকদমে শুরু হয়েছে। অনন্ত আর রাধিকা দুজনেই পশুপ্রেমী এই বিষয়টি নাকি তাদেরকে কাছাকাছি আসতে সাহায্য করেছে। গুজরাটের জামনগরে কিছুদিন আগেই একটি পশু সংরক্ষণ কেন্দ্র “বনতারা” চালু করেছেন তাঁরা। এখন অবশ্য নীতা আম্বানি সবসময়ের জন্য আগলে রাখেন রাধিকা মার্চেন্টকে (Radhika Merchant), মন্দিরে যাওয়াই হোক বা কোন অনুষ্ঠান সবেতেই আম্বানি পরিবারের সঙ্গে দেখা যায় রাধিকাকেও। নীতা আম্বানিকেও উপস্থিত থাকতে দেখা যায় রাধিকার যেকোনো নৃত্যানুষ্ঠানে।

Advertisements

রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) জন্ম হয় ১৮ই ডিসেম্বর ১৯৯৪ সালে। তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। পড়াশোনা ছাড়াও নৃত্যের প্রতি তার অগাধ ভালোবাসা রয়েছে। বর্তমানে ২৯ বছর বয়সী এই তরুণী ১২ই জুলাই ২০২৪ এ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অনন্ত আম্বানির সঙ্গে।

Advertisements

আরও পড়ুন ? Radhika Merchant Car Collection: টেক্কা দেবে আম্বানিদেরও, দেখে নিন অনন্তের হবু বউ রাধিকার গাড়ির কালেকশন

রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বাবার নাম বীরেন মার্চেন্ট। তিনিও একজন অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী। বীরেন মার্চেন্ট বর্তমানে এনকোর হেল্থ কেয়ার সংস্থার ভাইস চেয়ারম্যান ও সিইও পদে আছেন। এছাড়াও তিনি জেডওয়াইজি ফার্মা প্রাইভেট লিমিটেড, এনকোর ন্যাচারাল পলিমার প্রাইভেট লিমিটেড ও সাইদর্শন বিজনেস সেন্টারস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর পদে রয়েছেন। রাধিকার মা শৈলা মার্চেন্ট রয়েছেন এনকোর হেলথকেয়ারের ম্যানেজিং ডিরেক্টর পদে। এছাড়াও হাভেলি ট্রেডার্স প্রাইভেট লিমিটেড, স্বস্তিক এক্সিম প্রাইভেট লিমিটেড ও অথর্ব ইমপ্লেক্স প্রাইভেট লিমিটেডের মত বড় কোম্পানিতে উচ্চ পদে রয়েছেন তিনি।

পারিবারিক বন্ধু হলেও আম্বানিদের তুলনায় আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে আছেন মার্চেন্ট পরিবার। মার্চেন্ট পরিবারের সম্পত্তির মোট পরিমাণ ৭৫০ কোটি টাকা। আর আম্বানি পরিবার তাদের ছোট ছেলের বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠানেই খরচ করেছে ১২৫৯ কোটি টাকা। সেই অনুষ্ঠানে নিতা আম্বানি একটি পান্নার নেকলেস পড়েছিলেন যার দাম প্রায় ৫০০ কোটি টাকা।

Advertisements