Customer can use rupay card as per his wish: যত দিন যাচ্ছে ততই সর্বদিক থেকেই প্রযুক্তির উন্নতি ঘটছে। এদিক থেকে ব্যাঙ্কিং পরিষেবা পিছিয়ে নেই। অনলাইন লেনদেনের ফলে বর্তমানে ব্যাঙ্কিং নগদ লেনদেন পরিষেবা প্রায় উঠেই গিয়েছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ব্যবহারের ফলে ব্যাঙ্কে গিয়ে টাকা তোলা-ফেলার পাঠ প্রায় চুকিয়ে দিয়েছে গ্রাহকরা। এই কার্ড ব্যবহারের ফলে মানুষ প্রয়োজন মত যখন ইচ্ছা টাকা তুলতে পারে আবার জমা করতে পারে। এছাড়াও এই ডিজিটাল কার্ডে লেনদেন করলে ক্যাশব্যাক, ডিসকাউন্টও পাওয়া যায়। সাম্প্রতিক এই ডিজিটাল কার্ড বিষয়ে নির্দেশিকা জারি করল RBI। যা চাহিদা বাড়াবে রূপে কার্ডের (Rupay Card) বাজারে, অনুমান ব্যাঙ্কিং বিশেষজ্ঞদের।
গ্রাহকদের সুবিধার্থে এক বিরাট ঘোষণা RBI-এর। এবার থেকে গ্রাহকরা ইস্যুকারী সংস্থার পছন্দ নয়, নিজেদের পছন্দে বেছে নিতে পারবেন যে কোনো একটি নেটওয়ার্ক কার্ড। এমনটাই নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শীর্ষ ব্যাঙ্কের এই নির্দেশে গ্রাহকরা যেমন নানা সুযোগ-সুবিধা পাবে তেমনি বাজারে চাহিদা বাড়বে ঘরোয়া রূপে কার্ডের (Rupay Card)। কারণ অন্যান্য কার্ডের তুলনায় রূপে কার্ডের ফি অনেকটাই কম।
সুবিধার পাশাপাশি RBI-এর এই নির্দেশিকায় বেশ কিছু অসুবিধাও তৈরি হতে পারে। ব্যাঙ্কিং বিশেষজ্ঞদের মতে, রূপে কার্ডের পাশাপাশি ব্যাঙ্কিং লেনদেনে ভিস্, মাষ্টারকার্ড ইত্যাদি কার্ডের মাধ্যমেও গ্রাহকদের সুবিধা দেওয়া হয়ে থাকে। তবে রূপে কার্ডের তুলনায় ভিসা, মাস্টারকার্ডের ফি অনেকটাই বেশি, ব্যয়বহুল। ফলে রূপে কার্ড ব্যবহারে গ্রাহকদের আগ্রহ বাড়লে সমস্যায় পড়বে অন্যান্য ইস্যুকারী সংস্থাগুলি। তাদের আয়ের উপর প্রভাব পড়বে।
Rupay কার্ড ব্যবহারের সুবিধা
- রূপে কার্ড হল একটি ভারতীয় ঘরোয়া কার্ড।
- এই কার্ড (Rupay Card) ব্যবহারে লেনদেনের খরচ কম হয়।
- সারা ভারত জুড়ে এই রূপে কার্ড গৃহীত হয় এবং উন্নত নিরাপত্তা প্রদান করে রূপে কার্ড।
- Rupay কার্ডের মাধ্যমে লেনদেন করলে ডিসকাউন্ট পাওয়া যায়। পাশাপাশি ডিল অফার করে।
- এছাড়াও রুপে ক্রেডিট কার্ড ব্যবহার করলে ক্রেডিট স্কোর ভালো থাকলে ঋণ পাওয়া যায়। পুরস্কার প্রদান করা হয়, ক্যাশব্যাক, বীমা কভারেজ পাওয়া যায়।
Rupay কার্ড ব্যবহারের অসুবিধা
- রূপে কার্ড যেহেতু ভারতীয় ঘরোয়া কার্ড তাই এই কার্ড আন্তর্জাতিক স্তরে ব্যবহার করা যায় নাষ
- অনলাইন পেমেন্টের ক্ষেত্রেও শুধুমাত্র UPI-এর সাথেই লিংক করা যায় রূপে কার্ডের (Rupay Card)।
- যেমন তেমনভাবে এই কার্ডের মাধ্যমে খরচ করা যায় না। সংশ্লিষ্ট ব্যাঙ্ক তরফে ব্যায়ের সীমা নির্ধারণ করা থাকে।