Kolkata Knight Riders can be champion this time due to these five player: গতকাল থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭ তম আসর। অধিনায়ক বদল হলেও প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিএসকে তাদের ঘরের মাঠে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে। আজ ২৩শে মার্চ আইপিএল এর দ্বিতীয় খেলা দিল্লী ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস। তারপর ইডেন গার্ডেনসে তৃতীয় খেলায় একে অপরের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। ক্রিকেট ভক্তকুল যতই এই খেলাকে প্যাট কামিংস বনাম মিচেল স্টার্ক নামে ডাকার চেষ্টা করুক, এবারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এর দল যথেষ্ট সমীহ জাগানোর মত।
এক কথায় বলা ভালো কলকাতার এবার তাদের তৃতীয় ট্রফির জন্য ঝাঁপানোর মত যথেষ্ট শক্তিশালী দল পেয়েছে। বিশেষত কয়েকটি সেক্টরের উপর দাঁড়িয়ে বলা যেতে পারে এবার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) চ্যাম্পিয়ন হলে তাকে মোটেই অঘটন বলে দাবি করা যাবে না। আজকের প্রতিবেদনে এমন ছয়টি দিক নিয়ে আলোচনা করা হলো যা কেকেআর শিবিরের ট্রফি জয়ের স্বপ্ন পূরণ করতে পারে।
মেন্টর গৌতম গম্ভীর
২০১২ এবং ২০১৪ সালের কেকেআর যে দুইবার ট্রফি জিতেছিল, সেই সময় কেকেআরের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। তারপরের নয় বছরে বেশ কয়েকবার অধিনায়ক বদল হলেও ট্রফি জেতা আর হয়ে ওঠেনি কলকাতা নাইট রাইডার্স এর। গৌতম গম্ভীর ক্রিকেট খেলা থেকে অবসর নিয়েছেন তবে ফিরে এসেছেন মেনটার হিসাবে কলকাতার ডাগ আউটে। গৌতম গম্ভীরের টিকেট মস্তিষ্ক নিয়ে প্রশ্ন করার সাহস নেই কোন ক্রিকেট বোঝারি তাই দেখা যাক গম্ভীর এর ছোঁয়ায় কেকেআর আবারো ট্রফি ছুয়ে দেখতে পারে কিনা।
স্পিড স্টার মিচেল স্টার্ক
শুধু এবার নয় আইপিএলের ইতিহাসের সবথেকে দামি প্লেয়ার হলেন মিচেল স্টার্ক অকশন থেকে এক প্রকার তাজা কলা করে তুলে নিয়ে আসার মতো করে চব্বিশ কোটি ৭৫ লক্ষ টাকায় তাকে কিনেছে kkr ইদানিং যথেষ্ট ভালো ফর্মেও আছেন তিনি তাই মিচেল স্টার্কের পেজ কেকেআরের বোলিং অ্যাটাককে যথেষ্ট শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন মেন্টাল গৌতম গম্ভীর।
স্পিনে সুয়াশ শর্মা
বল বা ব্যাট হাতে সুনীল নারিন কেকেআরের কত ম্যাচ একাই নিজেদের পক্ষে এনে দিয়েছেন তা গুনে বলা যাবে না। তবে নারিনের বয়স হয়েছে, সেই সাথে তার ধারও কমেছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে নারিনের সাথে যুক্ত হয়েছে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। তবে গত বছর থেকে পাওয়া সুয়াশ শর্মার পারফরম্যান্সও ভুলে গেলে চলবে না। তাই ইডেনের পিচে এই স্পিন ডুয়ো নয়, স্পিন ট্রায়ো প্রতিপক্ষের টুটি চেপে ধরতে পারে।
ওপেনিংয়ে ফিলিপ সল্ট
ওপেনিং নিয়ে বহুদিন ধরে সমস্যায় ভুগছে কলকাতা নাইট রাইডার্স। দলে বেঙ্কটেশ আইয়ার এবং সদ্য যুক্ত হওয়া ইংল্যান্ডের ওপেনার ফিলিপ সল্ট এবার বোধহয় কলকাতার সেই আক্ষেপ ঘোচাতে পারে। আপাতত প্র্যাকটিস ম্যাচের পারফরম্যান্স তো সেই কথারই ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন ? সামান্য রোজগারে চলে সংসার, KKR স্টার সূয়াসের লড়াই ২২ গজের থেকেও কঠিন
মিডিল অর্ডারে রিঙ্কু সিং
অধিনায়ক শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, মণীশ পাণ্ডেদের নিয়ে তৈরি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এর মিডিল অর্ডার এবারের আইপিএল এর অন্যতম সেরা। তাই কলকাতার মিডিল অর্ডার যদি নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারে তাহলে বাকি টিমের বোলারদের কপালে দুঃখ আছে।
ফিনিশিংয়ে আন্দ্রে রাসেল
বরাবরের মতো কেকেআরের ফিনিশিংয়ে রয়েছেন আন্দ্রে রাসেল। সাম্প্রতিক সময়ে রিঙ্কু সিংরা উঠে এলেও আজও ম্যাচ উইনার হিসেবে কলকাতা সব থেকে বড় নাম আন্দ্রে রাসেল। বহুবার অসম্ভবকে সম্ভব বানিয়ে একার হাতেই কেকেআর ম্যাচ জিতিয়েছেন তিনি। তাই এবারেও তার কাছ থেকে কিছু অতিমানবীয় ইনিংস ফ্যানেরা আশা করতেই পারেন।