নিজস্ব প্রতিবেদন : ১৭ তম আইপিএল অর্থাৎ ২০২৪ আইপিএল মরশুমের সবচেয়ে দামি খেলোয়াড় হলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। তাকে কলকাতা নাইট রাইডার্স ২৪.৭৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে। বিপুল অংকের এই টাকা দিয়ে একজন খেলোয়াড়কে নেওয়ার পর থেকেই নানান বিতর্ক শুরু হয়েছিল। আর সেই বিতর্ক শনিবার আরও উস্কে দিল।
মিচেল স্টার্ককে টিমে নেওয়ার জন্য যে টাকা খরচ করা হয়েছে, সেই টাকার অংক যদি প্রতি বল হিসাবে ভাগ করা হয় তাহলে দেখা যাবে, মিচেল স্টার্কের এক একটি বলের পিছনে কেকেআরের ৭ লক্ষ টাকা খরচ হচ্ছে। কিন্তু শনিবার হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে তার যে পারফরম্যান্স (Mitchell Starc IPL Bowling) দেখা গেল তাতে রীতিমতো হতাশ ক্রিকেট মহল।
আইপিএলে আট বছর পর সবচেয়ে দামি খেলোয়াড় হিসাবে কামব্যাক করা মিচেল স্টার্ককে নিয়ে প্রথম থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলাদা আশা থাকলেও প্রথম ম্যাচে তিনি কোন আশায় জোগাতে পারেন নি। বরং বিপক্ষ দলের কাছে বেধড়ক পিটুনি খেয়ে রীতিমত হাওয়া টাইট হয়ে গিয়েছে তার। আর এনিয়েই এখন বিতর্ক আরও বেশি দানা বাঁধতে শুরু করেছে। এখনো প্রশ্ন উঠছে সত্যিই কি সঠিক সিদ্ধান্ত ছিল কেকেআরের?
আরও পড়ুন ? ২৫ কোটির মিচেল স্টার্ক, আর বাকিরা কেমন! দেখে নিন KKR-র সম্পূর্ণ দল
শনিবার কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ ২০২৪ সালের আইপিএলে প্রথম একে অপরের মুখোমুখি হয়। এই খেলায় সানরাইজার্স হায়দরাবাদ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথমে তাদের ফিল্ডিং করার সিদ্ধান্ত যে ভুল ছিল না তা ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিফলিত হতে শুরু করে। কেননা ম্যাচ শুরু হতেই একের পর এক উইকেট খোয়াতে থাকে কেকেআর। কেকেআরের ২৩ রানে প্রথম উইকেট পড়ার পর ৫১ রানের ৪ উইকেট পড়ে। তবে এরপর নাইট রাইডার্স শেষ পর্যন্ত ৭ উইকেটের বিনিময়ে ২০৮ রানে পৌঁছে যায়।
সানরাইজার্স হায়দ্রাবাদ ২০৮ রান তারা করতে নেমে শুরুটা বেশ ভালই করেছিল। তাদের প্রথম উইকেটের পতন হয় ৬০ রানে। এছাড়াও প্রায় পুরো ম্যাচেই তারা নিজেদের দাপট দেখায়। তবে শেষ বেশ ৪ রান নেই তাদের পরাজয়ের মুখ দেখতে হয়। এই ম্যাচে কে জিতল বা কে পরাজয়ের মুখ দেখল তা বড় বিষয় ছিল না, সবচেয়ে বড় বিষয় ছিল নিচের স্টার কেমন বোলিং করেন সেটাই দেখার। আর তাতে যে ফলাফল বেরিয়ে এসেছে তাতে ৪ ওভারে মিচেল স্টার্ক বিপক্ষের একটিও উইকেট নিতে পারেন নি। উইকেট নেওয়া তো দূরের কথা উপরন্তু তার বল থেকে সানরাইজার্স হায়দরাবাদ ৫৩ রান সংগ্রহ করেছে। ইকোনমি রেট এর দিকে তাকালে দেখা যাবে ১৩.২৫ অর্থাৎ প্রতি ওভারে ১৩ রানের বেশি দিয়েছেন মিচেল। প্রতি বলের জন্য যেখানে ৭ লক্ষ টাকা খরচ হচ্ছে সেই জায়গায় প্রতি বলে মিচেল স্টার্ক খরচ করেছে ২ রানের বেশি।