২৫ কোটির মিচেল স্টার্ক, আর বাকিরা কেমন! দেখে নিন KKR-র সম্পূর্ণ দল

নিজস্ব প্রতিবেদন : আর কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে আইপিএল ২০২৪ (IPL 2024)। বিশ্বের সবচেয়ে দামি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ শুরু হওয়ার আগে মিনি নিলামে মঙ্গলবার সবার নজর কেড়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কেননা ঐদিন তাদের তরফ থেকে এবারের ক্রিকেট বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে (Michael Starc) দলে নেওয়ার জন্য এক ধাক্কায় ২৪.৭৫ কোটি টাকা খরচ করে দেওয়া হয়। যে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নানান আলোচনা সমালোচনা চলছে।

কলকাতা নাইট রাইডার্স-এর এমন সিদ্ধান্তকে বহু সমর্থক মেনে নিতে পারছেন না। আবার বহু সমর্থক রয়েছেন যারা মিচেল স্টার্ক দলে আশায় অত্যন্ত আনন্দিত। কেননা কলকাতা নাইট রাইডার্স-এর ব্যাটিং লাইন আপ বড় মানের হলেও বোলিং লাইন আপ তেমন ভালো ছিল না। কলকাতা নাইট রাইডার্স-এর ব্যাটারদের তালিকায় রয়েছেন শ্রেয়স আইয়ার-এর মত খেলোয়াড়। সদ্য সমাপ্ত হওয়া ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে শ্রেয়স রান না পেলেও গোটা টুর্নামেন্টে তার ভালো পারফরম্যান্স দেখা গিয়েছিল।

এসব দিক দিয়ে নজর রাখলে ব্যাটার নিয়ে কোনভাবেই চিন্তিত নন গৌতম গম্ভীর অথবা শাহরুখ খান। কেননা দলে বাকি ভারতীয়দের মধ্যে রয়েছেন রিঙ্কু সিং-এর মত উঠতি তারকা। রিঙ্কু ছিলেন ২০২৩ আইপিএলের সবচেয়ে বড় আবিষ্কার কলকাতা নাইট রাইডার্স এর কাছে। আইপিএলে ভালো পারফরম্যান্স রিঙ্কুকে জাতীয় দলে যোগ দেওয়ার সুযোগ করে দেয়। আইপিএলের পাশাপাশি সুযোগ পেয়ে জাতীয় দলেও যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন রিঙ্কু সিং।

আরও পড়ুন 👉 মিচেল স্টার্কের এক বল করার খরচ কত! শুনলে লজ্জা পাবেন আম্বানিরাও

মিচেল স্টার্ক, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং ছাড়াও ব্যাটারদের তালিকায় রয়েছেন নীতিশ রানা। দলের মূল উইকেটরক্ষক হিসাবে রয়েছেন বিদেশি খেলোয়াড় রহমানুল্লাহ গুরবাজ। এছাড়াও বিদেশি ক্রিকেটার হিসেবে রয়েছেন জেসন রয়। যদিও এখনো পর্যন্ত তাকে সেই ভাবে কখনোই হাল ধরতে দেখা যায়নি। এবার কেকেআরে যোগ দিচ্ছেন সেরফান রাদারফোর্ড। দেড় কোটি টাকা দিয়ে সদ্য নিলামে তাকে নেওয়া হয়েছে মিডিল অর্ডার মজবুত করার জন্য।

এর পাশাপাশি এবারের আইপিএলে কেকেআরের ঘরে প্রত্যাবর্তন হতে চলেছে মনিশ পান্ডের। দলের বিকল্প উইকেট রক্ষক হিসাবে কেনা হয়েছে কেএস ভারতকে। এছাড়াও যারা রয়েছেন তারা হলেন অঙ্গকৃশ রঘুবংশী, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, হর্ষল পটেল, জেরাল্ড কোয়েৎজি, রমনদীপ সিংহ, অন্দ্রে রাসেল, অনুকূল রায়, ভেঙ্কটেশ আয়ার, হর্ষিত রানা, বৈভব আরোরা, সুযশ শর্মা, বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন, মুজিবুর রহমান, গাস অ্যাটকিনসন, চেতন সাকারিয়া।