Size of Clothes: পোশাকে সাইজ মাপতে ব্যবহার করা হয় XL, XXL, XXXL, এসবের মানে কী

Prosun Kanti Das

Updated on:

Advertisements

clothes sizes mean: শারীরিক সৌন্দর্য বৃদ্ধির এক অন্যতম জিনিস হলো পোশাক। বিভিন্ন ধরনের পোশাক শরীরে বিভিন্নভাবে সৌন্দর্য বৃদ্ধি করে। শাড়িতে এক রকম লাগে তো ওয়েস্টার্ন ড্রেসে আরেকরকম। ছেলেদের ক্ষেত্রেও পাঞ্জাবিতে একরকম দেখতে লাগে তো প্যান্ট শার্টে অন্যরকম। তবে বিভিন্ন ধরনের পোশাক তো শরীরে জড়ানো হয়। তবে কখনো কি সাধারণ জ্ঞানে প্রশ্ন জেগেছে পোশাকের সাইজ মাপতে যে XL, XXL ব্যবহার করা হয় তার মানে কী? এটা দ্বারা কি বোঝানো (Size of Clothes) হয়? জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Advertisements

কম-বেশি আমাদের সকলের মধ্যেই সাধারণ জ্ঞান রয়েছে। এমন কিছু কিছু বিষয় রয়েছে যার উত্তর খুব সাধারণ হলেও তা বের করা কঠিন হয়ে পড়ে। যা চাকরির পরীক্ষায় কাজে লাগে। তেমনি এক সাধারণ জ্ঞানের প্রশ্ন হল জামা-কাপড় কেনার সময় কলারে যে XS, XL, XXL লেখা থাকে সেই রোমান হরফ বা ইংরেজি অক্ষর X-এর মানে কী? এর দ্বারা জামার সাইজে (Size of Clothes) কি বোঝানো হয়?

Advertisements

সাধারণত ইংরেজি অক্ষর XL, XXL এইগুলি দ্বারা জামার সাইজ বোঝানো হয়। তবে এই X অক্ষরের অর্থ হলো এক্সট্রা। যা শর্ট ফর্মে X লেখা হয়। সেই অনুযায়ী বিভিন্ন জামার সাইজ বিভিন্ন রকম হয়। সেক্ষেত্রে XL মানে এক্সট্রা লার্জ। S মানে স্মল, L মানে লার্জ। XXL মানে এক্সট্রা এক্সট্রা লার্জ ইত্যাদি।

Advertisements

আরও পড়ুন ? Country without River: না আছে নদী, না আছে হ্রদ! জানেন বিশ্বে এমন দেশ কোনটি

এই XL, XXL এইগুলির অর্থ এক্সট্রা লার্জ,স্মল এইগুলি বোঝানোর পাশাপাশি সংখ্যায় জামার সাইজ কত হয় সেটাও বোঝায়। যেমন XL জামার সাইজ হচ্ছে ৪২ থেকে ৪৪ ইঞ্চি। আবার অপরদিকে XXL জামার সাইজ এক্সেল এর থেকে একটু বড়। সেক্ষেত্রে সাইজ বোঝানো হয় ৪৪ থেকে ৪৬ ইঞ্চি। ফলে ব্যক্তি যদি তার নিজের শার্ট বা জামার সাইজ (Size of Clothes) জানেন সেক্ষেত্রে পোশাক কেনা সহজ হয়।

তবে মাথায় রাখবেন সব জামার সাইজের ক্ষেত্রে পরিমাপ একই হয় না। বিভিন্ন কোম্পানি তাদের শার্টের সাইজ (Size of Clothes) কমবেশি করতে পারে। তবে তা খুব কমই দেখা যায়। এক্ষেত্রে একটু দেখেশুনে পোশাক কিনতে হবে। অনেকেই হয়তো এই সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর জানতেন না। তবে আজকের প্রতিবেদনে জেনে গিয়ে আপনি অন্য কাউকে প্রশ্ন করে এই উত্তর জানাতে পারেন।

Advertisements