PMJJBY Scheme: ২ লক্ষ টাকার বিমা কভারেজ, কেন্দ্রের জীবন জ্যোতি যোজনা সুবিধা পেতে কিভাবে করবেন আবেদন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Invest in PMJJBY Scheme and get insurance coverage of 2 lakh rupees: সাম্প্রতিক সময়ে কম-বেশি সকলেই আয় করা অর্থের কিছু টাকা সঞ্চয় করেন। আবার কিছু কিছু ব্যক্তি ভবিষ্যৎ সুরক্ষার্থে কোথায় বিনিয়োগ করলে ভালো টাকা রিটার্ন পাওয়া যাবে সেই নিয়ে দ্বন্দ্বে থাকেন। তাই তাদের সেই দ্বন্দ্ব মেটাতেই আজকের এই প্রবন্ধে জানানো হলো অল্প বিনিয়োগে ভালো টাকা পাওয়ার একটি বিমা পলিসি। যার নাম প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY Scheme)। যেখানে বছরে অল্প টাকা বিনিয়োগে পাওয়া যাবে ২ লক্ষ টাকা। কিভাবে আবেদন করতে হবে? বছরে কত টাকাই বা বিনিয়োগ করতে হবে? যোগ্যতা কি লাগবে? রইল সমস্ত বিবরণ।

Advertisements

প্রসঙ্গত, নাগরিকদের সুরক্ষা প্রদানের জন্য বিভিন্ন রকম স্কিম চালু করছে কেন্দ্র সরকার। সেরকম একটি স্কিম হল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা স্কিম (PMJJBY Scheme)। যা ২০১৫ সালে কেন্দ্র সরকার তরফে চালু করা হয়েছে। যে বিমা পলিসিতে দেশের সমস্ত সাধারণ নাগরিক বার্ষিক ৪৩৬ টাকা বিনিয়োগে ২ লক্ষ টাকা পাবেন। কেন্দ্র সরকারের এই প্রকল্প বাস্তবায়িত হয় LIC এবং অন্যান্য বিমা সংস্থা ও ব্যাঙ্কগুলির সহযোগিতায়। মূলত দেশের সাধারণ পরিবারগুলিতে সুরক্ষা প্রদানের জন্যই এই বিমা পলিসি চালু করে ভারত সরকার। পূর্বে এই প্রকল্প সেরকম ভাবে বাস্তবায়িত না হওয়ায় জনসংখ্যার ২০ শতাংশ মানুষ এই বিমা করেছিলেন। তবে বর্তমানে সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যা দ্রুত দেশের নাগরিকদের কাছে ছড়িয়ে পড়ছে।

Advertisements

কেন্দ্র সরকারের এই প্রকল্প সুবিধা সকলের জন্যই গ্রহণযোগ্য। ১৮ বছর বয়সী পুরুষ-মহিলা থেকে শুরু করে ৫০ বছর বয়সী ব্যক্তিরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। তবে স্কিমের সময়কাল হলো ১ বছর। যেমন ধরুন ২০২৪ সালের ১লা জুন থেকে ২০২৫ সালের ৩১শে মে পর্যন্ত। তারপর তা আবার এক বছরের জন্য রিনিউ করতে হয়। অর্থাৎ প্রত্যেক বছর বছর তা নবীকরণ করতে হয়। শুধু তাই না এর পাশাপাশি এই প্রকল্পে বিনিয়োগ করলে কোনো কর দিতে হয় না। এই স্কিমটি পুরোটাই করমুক্ত।

Advertisements

আরও পড়ুন ? LIC Index Plus Plan: ইনসিওরেন্স কভারেজের সঙ্গে মোটা টাকা রিটার্ন! এসে গেল LIC-র নতুন আকর্ষণীয় প্ল্যান

কি কি থাকলে আবেদন করা যাবে? ব্যক্তিকে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি যে কোনো ব্যাঙ্ক বা পোস্ট অফিসে ব্যক্তির সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে কোনো ব্যক্তির যদি একাধিক সেভিংস অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সব অ্যাকাউন্ট থেকে এই স্কিম করা যাবে না। একটি মাত্র অ্যাকাউন্ট থেকেই এই স্কিম করা যাবে। যে অ্যাকাউন্ট থেকে করবেন সেই ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে হবে।

আবেদন কিভাবে করতে হবে? প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY Scheme) প্রকল্পে বিনিয়োগের জন্য কোনো এজেন্ট মারফত আবেদন করতে হয় না। এর জন্য ব্যাঙ্কে বা পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হয়। অর্থাৎ ব্যাঙ্ক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকলেই এই প্রকল্পে আবেদন করা যায়। পাশাপাশি নগদ টাকা বিনিয়োগ করতে হয় না। অটো ডেবিট সুবিধার মাধ্যমে রিনিউ করলে প্রতিবছর পোস্ট অফিস বা ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থেকে সেই টাকা কেটে নেওয়া হয়। ফলেই এই স্কিমে বিনিয়োগ করলে বিনিয়োগকারীর মৃত্যুর পর পরিবারকে ২ লক্ষ টাকা বিমা কভারেজ প্রদান করা হয়। যা ব্যক্তির পলিসিতে থাকা মনোনীত ব্যক্তিকে দেওয়া হয়।

Advertisements