National Bird: কোন দেশের জাতীয় পাখি মুরগি! বেশি দূর নয়, উত্তর রয়েছে হাতের কাছেই

Antara Nag

Published on:

Advertisements

Chicken is the National Bird of which country: জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে একটি যোগ্য চাকরির অবশ্যই দরকার। চাকরি পাওয়া কি আজকাল মুখের কথা? তার জন্য দরকার কঠিন পরিশ্রম এবং মনোযোগ সহকারে পড়াশোনা করার। যেকোনো চাকরির পরীক্ষাতে সাধারণ জ্ঞান কিংবা জেনারেল নলেজের প্রশ্ন ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। যার কাছে সাধারণ জ্ঞান সম্পর্কে সঠিক ধারণা রয়েছে সেই প্রথম সারিতে এগিয়ে যেতে পারবে। এছাড়া দেশ-বিদেশের সম্পর্কে অজানা তথ্য সকলেরই জানতে ইচ্ছা করে। যদি আপনার কাছে সঠিক ধারণা না থাকে তাহলে আজকের প্রতিবেদনে উল্লেখ করা এই অদ্ভুত প্রশ্নটির আপনি উত্তর দিতে পারবেন না। সত্যি কি আপনার জানা আছে মুরগি কোন দেশের জাতীয় পাখি (National Bird)?

Advertisements

শুধুমাত্র চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নয় জেনারেল নলেজ কিংবা সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আমাদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে সাহায্য করে। দেশ-বিদেশের বহু অজানা তথ্যের সম্ভার পাওয়া যায় এই সাধারণ জ্ঞানের প্রশ্নের মধ্যে। এই প্রতিবেদনে তেমনি একটি অজানা বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। মুরগি একটি অতি পরিচিত পাখি, যা রোজ দেখতে পাওয়া যায়। কিন্তু সেটি আবার কোনো দেশের জাতীয় পাখি (National Bird) হতে পারে সেটা ভাবতেই অবাক লাগে।

Advertisements

উত্তরটি কিন্তু খুব কঠিন নয় আমরা চাইলেই বুদ্ধি খাটিয়ে এর উত্তর বার করতে পারি। প্রত্যেকটি দেশের একটি নির্দিষ্ট জাতীয় পশু কিংবা পাখি রয়েছে। কিন্তু মুরগি কোন দেশের জাতীয় পাখি (National Bird) সে বিষয়ে সঠিক ধারণা অনেকেরই নেই। এর উত্তর লুকিয়ে আছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র গুলোর মধ্যে। যদি আপনি একটু মনোযোগ সহকারে সাধারণ জ্ঞানের চর্চা করে থাকেন তাহলে এর উত্তর সহজেই দিতে পারবেন।

Advertisements

আরও পড়ুন ? General knowledge: শুধু ভারত নয়, এই সব দেশেও ব্যবহার হয় হিন্দি ভাষা, তাও আবার সরকারি ভাবে

আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলংকার কথা আশা করি আমরা সবাই জানি। ভারতের ম্যাপটি কল্পনা করলে একেবারে শেষের দিকে শ্রীলঙ্কা দেশটি দেখা যায়। শ্রীলঙ্কার জাতীয় পাখি (National Bird) হল শ্রীলঙ্কার জঙ্গল ফাউল। এর আগে একে সিলন জঙ্গল ফাউল বলা হত। শ্রীলঙ্কার বিভিন্ন জঙ্গল এলাকাতেই একমাত্র আপনি দেখতে পারবেন এই ধরনের প্রজাদের পাখি। এটি মুরগি-র একটি প্রজাতী। জঙ্গল ফাউল সর্বভুক প্রাণী।

এই ধরনের পাখিকে আবার অনেকে বন মুরগীও বলে থাকে। আসলে এটি এদেশের একটি বিরল প্রজাতীর পাখি। আপনি একমাত্র শ্রীলঙ্কাতেই এই পাখি দেখতে পাবেন। এই ধরনের বন মুরগীগুলির দৈর্ঘ্য কমবেশি ৩৫ সেন্টিমিটার এবং ওজন ৫১০ গ্রাম থেকে ৬৪৫ গ্রামের মধ্যে হয়ে থাকে।

Advertisements