General knowledge: শুধু ভারত নয়, এই সব দেশেও ব্যবহার হয় হিন্দি ভাষা, তাও আবার সরকারি ভাবে

As general knowledge, know that the official language of any country other than India is Hindi: বিভিন্ন ধরনের অজানা জ্ঞান (General knowledge) আমাদের জানার পরিধিকে বাড়তে অনেকটাই সাহায্য করে। দেশ বিদেশের বিভিন্ন ধরনের অজানা খবরকে জানার চেষ্টা করেন বহু মানুষ। এমন অনেক মানুষ আছেন যারা সাধারণ জ্ঞান নিয়ে চর্চা করতে অত্যন্ত পছন্দ করেন।

বিভিন্ন সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রেও এই ধরনের অজানা জ্ঞান এর প্রয়োজন হয়। কারণ বিভিন্ন চাকরির পরীক্ষা বা অন্যান্য কোন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাধারণ জ্ঞান (General knowledge) সম্পর্কিত কিছু প্রশ্ন থাকে। সাধারণ জ্ঞান সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন যেমন মানুষের জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করতে সাহায্য করে ঠিক তেমনি অজানা জিনিসকে জানতে এবং দেশ বিদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে সাহায্য করে।

আজ এই প্রতিবেদনের আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে এমনই একটি তথ্য। এই প্রতিবেদনে আপনাদের যে প্রশ্নটি করা হয়েছে সেটি হল ভারত ছাড়া আর কোন দেশের সরকারি ভাষা হিন্দি? আমরা প্রত্যেকেই জানি, ভারতের সংবিধান অনুসারে স্বীকৃত ভাষার সংখ্যা মোট ২২ টি। এই ২২ টি ভাষার মধ্যে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় হিন্দিকে। কিন্তু আপনি কি জানেন আর কোন দেশের সরকারি ভাষা হিসেবে হিন্দি ব্যবহার করা হয়? অনেকেই হয়তো সেই দেশটির নাম জানেন। আবার অনেকের কাছে এই দেশটির কথা আজও অজানা। যদি আপনি এই প্রশ্নের উত্তর না জানেন তবে আপনার কাছে অজানা থাকা এই বিষয়টিকে জেনে নিন এখনি।

আরও পড়ুন 👉 Language: জানেন কোন ভাষাকে সোজা বা উল্টো, যেভাবেই লিখুন না কেন একই দেখায়

এ কথা তো আমাদের প্রত্যেকেরই জানা যায় যে ভারত ছাড়া আরও বিভিন্ন দেশে হিন্দি ভাষায় কথা বলা হয়। কিন্তু এখানে প্রশ্নটি হল আর কোন দেশের সরকার স্বীকৃত ভাষা হিন্দি? জানা যায় ভারতের বাইরে সর্বাধিক হিন্দির প্রচলন রয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ফিজিতে। বর্তমানে এই দেশের জনসংখ্যার ৩৮ শতাংশের মাতৃভাষা হিন্দি। কয়েক বছর আগেই ফিজি প্রশাসন এর তরফ থেকে হিন্দিকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে।

ভারতের বাইরে একমাত্র এই ফিজি নামক স্থানটিতে সরকার স্বীকৃত ভাষা হিসেবে স্থান পেয়েছে হিন্দি ভাষা। জানা যায় ফিজিতে মোট সরকার দ্বারা স্বীকৃত ভাষার সংখ্যা হল তিনটি। এই তিনটি ভাষা হল ইংরেজি, ফিজিয়ান এবং ফিজি হিন্দি। বর্তমানে ফিজিকে ‘ছোট্ট ভারত’ বা ‘লিটিল ইন্ডিয়া’ বলেও চিহ্নিত করা হয়। জানা যায় ১৮৭৯ থেকে ১৯১৬ সালের মধ্যে দক্ষিণ এশিয়া থেকে এক দল মানুষ আখের বাগানে কাজ করতে চলে গিয়েছিলেন ফিজিতে। তারাই ফিজিতে পাকাপাকি ভাবে বসবাস শুরু করে এই দেশটির জনসংখ্যা বৃদ্ধি করেছেন। তাদের বংশধররা আজও বাস করেন ফিজি এলাকায়। সেই তখন থেকেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত এই দ্বীপটি ভারতময় হয়ে আছে। শুধু তাই নয় এখানে বিস্তার লাভ করেছে ভারতের সরকার স্বীকৃত ভাষা হিন্দি।