Ather Rizta electric scooter has arrived in the Indian market: দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে পেট্রোল, ডিজেলের বাড়তি দামের কারণে খরচ বাঁচাতে ইলেকট্রিক যানবাহনের চাহিদা ধীরে ধীরে বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ইতিমধ্যে ইলেকট্রিক্যাল স্কুটারের বাজারে 42 শতাংশ শেয়ার নিজের নামে করে নিয়েছে আর্থার এনার্জি। সম্প্রতি এক্সের প্লাটফর্মে একটি ভিডিও শেয়ার করেছে আথার কোম্পানি। ভিডিওতে দেখা যাচ্ছে তাদের নতুন ইলেকট্রনিক্স স্কুটার (Ather Rizta) জলে ডোবার পরও দ্রুত গতিতে চলতে সক্ষম। কি নাম এই স্কুটারটির? কি কি ফিচারস রয়েছে এতে? বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি পড়তে হবে।
ওলা বা টিভিএস এর মত বহুল প্রচলিত গাড়িগুলিকে চাপে ফেলে, নতুন একটি ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে আসতে চলেছে আথার এনার্জি। সম্প্রতি এক্সের প্লাটফর্মে একটি ভিডিও শেয়ার করা হয়েছে কোম্পানির তরফ থেকে এই নতুন স্কুটারটির নাম “আর্থার রিসতা” (Ather Rizta)। সংস্থার তরফ থেকে এই স্কুটারটিকে অন্যান্য স্কুটার বা বাইকের থেকে আলাদা বলে দাবি করা হয়েছে। সংস্থার তরফ থেকে, স্কুটারটিকে মার্কেটে নিয়ে আসার অফিশিয়াল তারিখ ঘোষণা করা হয়েছে ০৬. ০৪. ২০২৪।
সোশ্যাল মিডিয়াতে স্কুটার (Ather Rizta) সংক্রান্ত একাধিক ছবি শেয়ার করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। এমন কি সংস্থার সিইও তরুণ মেহেতার প্রোফাইলেও দেখা গেছে এই স্কুটারটির ছবি। এক্সে প্লাটফর্মে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, জলের উপর দিয়ে স্কুটারটি স্ববেগে এগিয়ে চলেছে। জলের গভীরতা যে যথেষ্ট পরিমাণ ছিল তা ভিডিওতে প্রমাণিত। স্কুটারটি জলের ভিতর প্রায় অর্ধেক ডুবেছিল। এর থেকে ধারণা করা যায় যে স্কুটারটির ব্যাটারি ও মোটর ওয়াটার প্রুফ। সিটের আয়তনও হন্ডা অ্যাক্টিভার থেকেও বেশি হতে চলেছে। অনেক সময় ইলেকট্রিক স্কুটারের বিল্ড কোয়ালিটি নিয়ে সন্দেহ প্রকাশ করে থাকেন অনেকেই। কিন্তু আথার রিজটার (Ather Rizta) ক্ষেত্রে সেই সন্দেহের কোন অবকাশ নেই। কারণ, কিছুদিন আগেই ৪০ ফুট উচ্চতা থেকে ব্যাটারিটি নিচে ফেলে পরীক্ষা করে দেখেছে আথার। এই পরীক্ষাতেও সফল হয়েছে তারা।
আরও পড়ুন ? EV Charging Station: ২১ মিনিটে ৮০% শতাংশ চার্জ, দেশজুড়ে বড় পদক্ষেপ নিচ্ছে হুন্ডাই
নতুন এই স্কুটারের (Ather Rizta) আয়তন আথার ৪৫০ এক্সের মডেলটির থেকেও বেশি। দুজন ব্যক্তি অনায়াসে এই স্কুটারের সিটে বসতে পারবেন। স্কুটারটিতে স্পেসও থাকছে অনেকটাই বেশি। অতিরিক্ত ফিচারস হিসাবে থাকছে, এলইডি হেড লাইট, ব্লুটুথ কানেক্টিভিটি, কল এবং এসএমএস এলার্ট, বড় টিএফটি ডিসপ্লে এবং সর্বোপরি ফার্স্ট চার্জিং এর ব্যবস্থা। ব্রেকিং এর ক্ষেত্রেও ডিস্ক ব্রেক এর সুবিধা পেতে পারেন আরোহী। নতুন এই স্কুটারটির ব্যাটারি ক্যাপাসিটি ও রেঞ্জ সম্পর্কে কোন তথ্য এখনো সংস্থার পক্ষ থেকে প্রকাশ করা না হলেও অন্যান্য মডেল গুলির থেকে তা বেশিই হবে বলে ধারণা করা হচ্ছে।
#AtherRizta and its IP67 rated battery pack are set to make a BIG SPLASH at #AtherCommunityDay24 on April 6.
Here's a Rizta cruising through 400 mm of water. Safe to say your new family scooter is puddle-proof.#Ather #Battery #WaterResistant pic.twitter.com/PHWBzpFyj7— Swapnil Jain (@swapniljain89) March 19, 2024
অন্যান্য বাজারে প্রচলিত ইলেকট্রিক্স স্কুটার গুলিকে চ্যালেঞ্জ জানাতে পারে আথার রিজটা (Ather Rizta)। এই স্কুটারটির বাজারদর হতে চলেছে ১.২৫ লাখ টাকা থেকে ১.৪৫ লাখ টাকার মধ্যে। এই স্কুটারটির দিকে তাকিয়ে রয়েছে সমস্ত বাইকপ্রেমী মানুষেরা। স্কুট্রটির টেস্ট রানও সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে সংস্থা। এখন শুধু এটির বাজারে আত্মপ্রকাশ করার অপেক্ষা।