How much charge is deducted for withdrawing money after exceeding the limit of a bank’s debit card: বর্তমানে ব্যাঙ্ক থেকে টাকা তোলার অন্যতম সুবিধা হল ATM। দীর্ঘ সময় অপেক্ষা করে লাইন দিয়ে ব্যাঙ্কে গিয়ে টাকা তোলার দিন শেষ। নিজের ইচ্ছামতো টাকা তুলতে মানুষ ব্যবহার করছে এটিএম। ডেবিট কার্ডের সাহায্যে লেনদেন করছে ইচ্ছা মতো টাকা। তবে আর তা নয়। ২০২২-এর রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী ইচ্ছামত এটিএম থেকে টাকা তুলতে পারবেন না গ্রাহকরা। ব্যাঙ্ক অনুযায়ী ধার্য করে দেওয়া হয়েছে টাকা তোলার সীমা। বেশি তুললেই দিতে হবে ট্যাক্স। কোন ব্যাঙ্কে কত টাকা লেনদেন ধার্য করা হয়েছে? বিনামূল্যে কত বার এটিএম-এ টাকা তোলা যাবে? বেশি তুললে চার্জ কত নেবে? রইল ব্যাঙ্কের তালিকা।
PNB
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম ব্যবহারে গ্রাহকদের জন্য বিনামূল্যে ৫০ হাজার টাকা তোলার সীমা (Debit Card Limit) ধার্য করেছে। বিনামূল্যে ৫ বার টাকা তোলা যাবে। মাসে ৫ বারের বেশি হলেই ২০ টাকা চার্জ কাটবে PNB। নন-পিএমবির ক্ষেত্রেও একই নিয়ম। তবে বিদেশে এটিএম ব্যবহারে সীমা অতিক্রম করলেই চার্জ কাটা হয় ১৫০ টাকা।
Axis ব্যাঙ্ক
RBI-এর নিয়ম অনুযায়ী অ্যাক্সিস ব্যাঙ্কে নির্দিষ্ট একটি অ্যামাউন্টের সীমা ধার্য করা নেই। ডেবিট কার্ডের উপর ভিত্তি করে টাকা তোলার সীমা (Debit Card Limit) ধার্য করা হয়। তবে এক্ষেত্রেও ৫ বার বিনা চার্যে টাকা তোলা যাবে। তার বেশি হলেই গ্রাহকদের ফি দিতে হয় ২১ টাকা। বিদেশে এই ব্যাঙ্কের এটিএম ব্যবহার করলে ফি নেওয়া হয় ১২৫ টাকা।
HDFC ব্যাঙ্ক
HDFC ব্যাঙ্কের ক্ষেত্রেও বিনা চার্জে টাকা তোলার নিয়ম ৫ বার। তবে এই ব্যাঙ্কের ATM থেকে টাকা তোলা যাবে ২৫০০০ থেকে ৭৫ হাজার পর্যন্ত। তার অধিক নিলেই সেই টাকার উপর ভিত্তি করে ২১ টাকা ফি সহ কর দিতে হয়। বিদেশে এই ব্যাঙ্কের এটিএম-এ লেনদেন করলে ট্যাক্স সহ ফি দিতে হয় ১২৫ টাকা।
আরও পড়ুন ? SBI Debit Card Charges: চার্জ বেড়ে গেল SBI ডেবিট কার্ডের! এবার পকেট থেকে বাড়তি খসবে এত টাকা
ICICI ব্যাঙ্ক
আর বি আই এই ব্যাঙ্কের গ্রাহকদের এটিএম-এ লেনদেনের সীমা (Debit Card Limit) নির্দিষ্ট করে ধার্য করেনি। ডেবিট কার্ডের ওপর নির্ভর করে সেই সীমা ধার্য করা হয়শ এক্ষেত্রেও বিনা চার্যে টাকা তোলার নিয়ম মাসে ৫ বার। তার বেশি হলেই চার্জ কাটা হয় ২০ টাকা। বিদেশে এই লেনদেনে ফি দিতে হয় ন্যূনতম ১৫০ টাকা।
SBI ব্যাঙ্ক
দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাঙ্কের ATM-এ বিনামূল্যে ৫ বার টাকা তোলা যাবে ৪০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত। সীমা অতিক্রম করলেই ফি নেওয়া হয় ২০ টাকা সাথে GST চার্জ। বিদেশি এটিএম লেনদেনে জিএসটির সাথে নেওয়া হয় ৩.৫ শতাংশ ট্যাক্স এবং নূন্যতম ১০০ টাকা ফি।