নিজস্ব প্রতিবেদন : যানবাহন নিয়ে জাতীয় সড়ক অথবা এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাওয়ার সময় টোল প্লাজায় নির্ধারিত টোল (Toll Tax) দিতে হয় সাধারণ মানুষদের। যে টোল থেকে প্রতিদিন কোটি কোটি টাকা আসে সরকারের ঘরে। বর্তমানে ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্কের অধীনে অন্ততপক্ষে ৮৫৫ টি টোল প্লাজা রয়েছে। এই সমস্ত টোল প্লাজা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ যানবাহনের টোল আদায় হয়।
কোন কোন জাতীয় সড়কে টোল আদায়ের ক্ষেত্রে সামান্য টাকা দিতে হয়, আবার কোন কোন টোল প্লাজায় টোলের পরিমাণ থাকে অনেকটাই বেশি। রাস্তার ওপর নির্ভর করে টোল নির্ধারণ করা হয়ে থাকে। এবার টোল ট্যাক্স নিয়ে একটি নতুন সিদ্ধান্ত (Toll Tax New Decision) নিতে দেখা গেল। আর সেই নতুন সিদ্ধান্তের ফলে অন্ততপক্ষে এখনই বাড়তি টাকা খসবে না আমজনতার পকেট থেকে।
আসলে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আগেই জানিয়েছিল, টোল ট্যাক্স বৃদ্ধির বিষয়ে। তবে তারা এমনটা জানিয়ে থাকলেও সেই সিদ্ধান্ত কার্যকর করতে পারল না। মূলত ১ এপ্রিল থেকে টোল ট্যাক্স বৃদ্ধি করার কথা থাকলেও নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন টোল ট্যাক্স বৃদ্ধি যাতে না করা হয় তা জানানো হয়। নির্বাচন কমিশনের এমন নির্দেশের পরই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া টোল ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে।
আরও পড়ুন ? Flyover vs Overbridge: ফ্লাইওভার আর ওভারব্রিজ দুটো কিন্তু এক জিনিস নয়, দেখে নিন এদের পার্থক্য
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বেশিরভাগ হাইওয়ে এবং এক্সপ্রেসওয়েতে যে সকল টোল প্লাজা রয়েছে সেগুলির টোল ট্যাক্সের পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছিল। বেশ কিছু ক্ষেত্রে ১০% কর বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং কোন কোন ক্ষেত্রে ৫ শতাংশ কর বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ১ এপ্রিল থেকে নতুন কর ব্যবস্থা চালু হওয়ার কথা ছিল। যদিও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ফলে তা আপাতত স্থগিত থাকলো।
১ এপ্রিল থেকে টোল ট্যাক্সের পরিমাণ বৃদ্ধি না পাওয়া সাধারণ মানুষদের জন্য অত্যন্ত স্বস্তির খবর হিসাবে হাজির হয়েছে। কেননা ৫ শতাংশ হোক অথবা ১০ শতাংশ, নতুন নিয়ম কার্যকর হলে অনেকটাই বেশি টাকা গুনতে হতো সাধারণ মানুষদের। সেই যাত্রা থেকে আপাতত বেশ কিছুটা দিন স্বস্তি পাবেন দেশের জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাতায়াতকারী মানুষেরা।