Flyover vs Overbridge: ফ্লাইওভার আর ওভারব্রিজ দুটো কিন্তু এক জিনিস নয়, দেখে নিন এদের পার্থক্য

What is the difference between Flyover and Overbridge: যত দিন যাচ্ছে ততই উন্নতি হচ্ছে দেশের। জনসংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে যানবাহনের সংখ্যা। ফলে সড়কপথের যানজট নিত্যদিনের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে এই সমস্যা এড়াতে বহু জায়গায় সরকার তরফে ওভারব্রিজ বা ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। এখনো অনেক জায়গায় এই প্রকল্পের বাস্তবায়িত হচ্ছে। যার ফলে কোনো সমস্যা ছাড়াই যান চলাচল সহজ হবে। কিন্তু জানেন কি এই ফ্লাইওভার বা ওভারব্রিজ (Flyover vs Overbridge) পার্থক্য কি?

শহরাঞ্চলের দিকে গেলে কম-বেশি সকলেই ফ্লাইওভার বা ওভারব্রিজ (Flyover vs Overbridge) পারাপার করেন। কোথাও এই ফ্লাইওভার বা ওভারব্রিজের নিচে ট্রেনপথ, কোথাও জলপথ বা কোথাও সড়কপথ থাকে। যাতে প্রত্যেকটি যানবাহন সমস্যাহীন ভাবে যাতায়াত করতে পারে। তার জন্যই এই সেতু তৈরির পরিকল্পনা করা হয়। পাশাপাশি অনেকেই এই ফ্লাইওভার বা ওভারব্রিজকে একই জিনিস ভাবেন। কিন্তু না, ফ্লাইওভার এবং ওভারব্রিজের তফাৎ রয়েছে। আসুন সেই পার্থক্য জেনে নেওয়া যাক।

ফ্লাইওভার

ফ্লাইওভার হল সড়ক সেতু। এটি মূলত সড়কপথের উপর পিলার দিয়ে নির্মাণ করা হয়। পাশাপাশি ফ্লাইওভার আয়তনে অনেকটাই দীর্ঘ হয়। এই ফ্লাইওভারের ফলে যান চলাচল অনেকটাই সহজ হয়। ট্রাফিক সিগন্যালে পড়তে হয় না। ফ্লাইওভার এমনভাবে সড়কপথে তৈরি করা হয় যাতে করে রাস্তা পারাপার, যান চলাচল, ফ্লাইওভারের নিচে দিয়ে ট্রেন চলাচল সহজ হয়। এর ফলে যানবাহন হোক বা মানুষ ঠিক সময় গন্তব্যে পৌঁছে যায়। অনেকেই এই ফ্লাইওভারকে ওভারপাস বলে। শহরের বহু জায়গায় এই ফ্লাইওভার নির্মাণ হয়েছে। এখনো চলছে সেই নির্মাণের কাজ।

আরও পড়ুন 👉 Coach and Bogie: সামান্য ফারাক! রেলমন্ত্রী জানালেন বগি আর কোচের মধ্যে পার্থক্য কোথায়

ওভারব্রিজ

অপরদিকে ওভারব্রিজ ফ্লাইওভারের মত দেখতে হলেও এক নয়। ওভারব্রিজ মূলত জলপথ, রেলপথের উপর তৈরি হয়। ওভারব্রিজের দ্বারা দুটি রাস্তার সংযোগ স্থাপন করা হয়। দুটি প্ল্যাটফর্মের সংযোগ স্থাপন করা হয়। এর ফলে পথযাত্রীরা কোনো বাধা বা যানজট ছাড়াই স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছতে পারেন। পাশাপাশি এইগুলির আয়তন ফ্লাইওভারের তুলনায় অনেকটাই কম হয়। যার ফলে খরচও ফ্লাইওভারের তুলনায় কম হয়।

ওভারব্রিজের পাশাপাশি বহু জায়গায় ফুট ওভারব্রিজও তৈরি করা হয়। মূলত যেসব রাস্তা বা প্ল্যাটফর্মগুলি ব্যস্ত থাকে সেইসব জায়গায় ফুট ওভারব্রিজ তৈরি করা হয়। যার ফলে পথচারীরা নির্বিঘ্নে সিগন্যাল ছাড়াই অপর প্রান্তে পৌঁছে যেতে পারেন। তাহলে এবার বুঝতে পারলেন ফ্লাইওভার এবং ওভারব্রিজের (Flyover vs Overbridge) তফাৎটা কোথায়। কেউ যদি না জানেন তাকেও জানিয়ে দেবেন।