Coach and Bogie: সামান্য ফারাক! রেলমন্ত্রী জানালেন বগি আর কোচের মধ্যে পার্থক্য কোথায়

Where is the difference between a coach and a bogie of the train: সড়ক যাত্রার চেয়ে ট্রেন যাত্রা অনেক বেশি আরামদায়ক এবং খরচও তুলনামূলকভাবে অনেক কম। তাই সাধারণ মানুষ তাদের নিত্যদিনের যাতায়াতের জন্য ট্রেনকেই বেছে নেন। তবে শুধু যাতায়াত নয় অনেকেই নিজের রুজি রোজগারের স্থান হিসেবেও ট্রেনকে বেছে নিয়েছেন। প্রায় ১৭০ বছর ধরে রেল আমাদের পরিষেবা দিয়ে চলেছে। ভারত তথা এশিয়া মহাদেশের প্রথম যাত্রীবাহী ট্রেন ১৭০ বছর আগে চলা শুরু করেছিল, মুম্বাই থেকে খানের ৩৪ কিলোমিটারের একটি নাতিদীর্ঘ রেলপথে। রেলের সাহায্য আমরা কমবেশি সবাই নি কিন্তু এখনো পর্যন্ত ট্রেনের প্রযুক্তিগত দিকগুলি সবার কাছে সঠিকভাবে স্পষ্ট নয়। ট্রেন সম্পর্কে কিছু তথ্য আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানাবো।

ট্রেনের কামরা, কোচ, বগি, চাকা ইত্যাদি আমরা জানি। কিন্তু অধিকাংশ তথ্যই আজও খুব একটা স্পষ্ট বা স্বচ্ছ নয় সাধারণ মানুষের কাছে। যদি প্রশ্ন করা হয় রেলের কোচ আর বগির (Coach and Bogie) মধ্যে পার্থক্য কি? তাহলে সাধারণ মানুষ অনেকেই একটু ঘাবড়ে যাবেন। অনেকে তো রেলের কোচ ও বগিকে একই বলে মনে করেন। কিন্তু না দুটি বিষয়ের মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে এসে, রেলমন্ত্রী স্বয়ং পড়ুয়াদেরকে শেখায় রেলের কোন অংশটিকে কোচ ও কোন অংশটিকে বগি বলে।

তিনি এক্সের প্লাটফর্মে তার ব্যক্তিগত একাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বন্দে ভারত এক্সপ্রেস এর সামনে দাড়িয়ে বগি ও কোচের (Coach and Bogie) পার্থক্য কি? কোন অংশটাকে কি বলে তা বোঝাচ্ছেন পড়ুয়াদের। চলুন জেনে নেওয়ার চেষ্টা করি বগি ও কোচ কাকে বলে?

বগি কাকে বলে

যে অংশের উপর ট্রেনের উপরের অংশটি বসানো থাকে অর্থাৎ যাত্রী বা মাল পরিবহন করার জন্য ট্রেনের কামরাটি যে কাঠামোর উপরে বসানো থাকে তার নিচে ব্রেক সহ চাকার অংশটিকে বগি বলা হয়। দুটি চাকার মাঝে একটি আক্সেল দিয়ে জোড়া থাকে। কোন কোন ক্ষেত্রে একজোড়া এক্সেল নিয়ে একটি বগি তৈরি হয় আবার কোন কোন ক্ষেত্রে তিনটি আক্সেল নিয়ে একটি বগি তৈরি হয়। তবে সাধারণত একটি কামরার নিচে দুটি করে বগি লাগানো থাকে।

আরও পড়ুন 👉 New Rail Line in Nadia: কৃষ্ণনগর-আমঘাটা রেললাইন নিয়ে নতুন আপডেট! শুনলেই খুশিতে ডগমগ হয়ে উঠবেন স্থানীয়রা

কোচ কাকে বলে

বগির উপরে কাঠামোর উপর যাত্রীদের বসার কিংবা দাঁড়ানোর জন্য যে অংশ থাকে তাকে কোচ বলা হয়। কোচের ভিতর যাত্রী স্বাচ্ছন্দের চাহিদা অনুযায়ী বিভিন্ন রকম ভাবে সিটের আরেঞ্জমেন্ট করা থাকে।

সাধারণভাবে সাধারণ মানুষ ট্রেনের কোচকেই বগি বলে সম্বোধন করে ফেলেন। দুটি অংশের পার্থক্য না জানার কারণেই এই বিভ্রান্তি। কিন্তু সেটি ভুল তথ্য। কোচ ও বগি (Coach and Bogie) ছাড়াও ভিডিওতে ট্রেনের শক অবজার্ভার পদ্ধতি নিয়েও পড়ুয়াদের কাছে ব্যাখ্যা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।