New Rail Line in Nadia: কৃষ্ণনগর-আমঘাটা রেললাইন নিয়ে নতুন আপডেট! শুনলেই খুশিতে ডগমগ হয়ে উঠবেন স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদন : দেশের যে সকল রুটে নতুন নতুন রেললাইন (New Rail Line) নিয়ে সাধারণ মানুষদের নানান দাবি দেওয়া রয়েছে তার মধ্যে অন্যতম হলো কৃষ্ণনগর থেকে আমঘাটা। কেননা নদীয়ার এই রেললাইনে পরবর্তীতে কৃষ্ণনগর থেকে চলে যাবে নবদ্বীপ ধাম। নদীয়ার এই নতুন রেললাইন (New Rail Line in Nadia) নিয়ে এবার মিলল নতুন আপডেট আর সেই আপডেট শুনলে রীতিমত খুশিতে ডগমগ হয়ে উঠবেন স্থানীয়রা।

কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত রেললাইন তৈরির কাজ সম্পূর্ণ না হলেও ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে আমঘাটা পর্যন্ত রেল লাইনের কাজ। আর সেই রেল লাইনের কাজ সম্পূর্ণ হওয়ার পর মঙ্গলবার পরিদর্শন করেন ইস্টার্ন রেলওয়ের কমিশনার অফ রেলওয়ে সেফটি শুভময় মিত্র। এই পরিদর্শনের দিকে স্থানীয় বাসিন্দারা মুখিয়ে ছিলেন এবং পরিদর্শনের ফলাফল কি আসে তা জানতেও মুখিয়ে ছিলেন। অবশেষে পরিদর্শনের ফলাফলের সবুজ সংকেত পাওয়া গিয়েছে বলেই জানা গেল রেল সূত্রে।

কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত ৮.৫ কিলোমিটার রেললাইন তৈরির ক্ষেত্রে কোন রকম বাধা না থাকার কারণে ২০২৩ সালে তড়িঘড়ি কাজ শেষ করার জন্য তৎপরতা শুরু করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। অবশেষে সেই কাজ শেষ হওয়ার পর এখন সবুজ সংকেত মিলল। সবুজ সংকেত পাওয়ার পরিপ্রেক্ষিতে এখন কবে থেকে এই লাইনে ট্রেন চলবে, সেই অপেক্ষাতেই সাধারণ মানুষেরা।

আরও পড়ুন 👉 Balurghat Railway Station Modification: শুধু নতুন নতুন ট্রেন নয়, এবার সেজে উঠছে বালুরঘাট স্টেশনও, মিলবে এইসব সুবিধা

কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত রেল লাইনের সবুজ সংকেত পাওয়ার পর অবশ্য এখনই জানা যায়নি কবে থেকে বাণিজ্যিকভাবে এই রুটে ট্রেন চলাচল শুরু করবে। তবে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পরিষেবা শুরুর জন্য কৃষ্ণনগর থেকে আমঘাটা লাইন একেবারেই প্রস্তুত। এই লাইনে যাত্রীবাহী ট্রেন চালানোর পাশাপাশি পণ্যবাহী ট্রেন চালানো হবে।

নদীয়ার বাসিন্দাদের কাছে নতুন এই রুট বড় প্রাপ্তি হলেও তারা অপেক্ষায় রয়েছেন কবে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত জুড়ে যাবে রেললাইন। একটা সময় ছিল যখন এই লাইন ছিল ন্যারোগেজ এবং ছোট ট্রেন যাতায়াত করতো। তবে ২০১০ সালে এই লাইনটি ব্রডগেজ লাইন নিয়ে পরিণত করার জন্য রেলের তরফ থেকে প্রকল্প ঘোষণা করা হয়। আর তারপরই ধাপে ধাপে এই লাইন বন্ধ করে দেওয়া হয়। যদিও কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত রেললাইন তৈরি হয়ে গেলেও নবদ্বীপ ধাম পর্যন্ত রেললাইন তৈরির ক্ষেত্রে রয়েছে জমি জট। সেই জট কাটিয়ে কবে নবদ্বীপ ধাম পর্যন্ত রেললাইন তৈরি হবে তা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।