Balurghat Railway Station Modification: শুধু নতুন নতুন ট্রেন নয়, এবার সেজে উঠছে বালুরঘাট স্টেশনও, মিলবে এইসব সুবিধা

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের যেসকল রেলস্টেশন রয়েছে তার মধ্যে এখন রীতিমতো শিরোনামে আসতে দেখা যাচ্ছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট রেল স্টেশনকে (Balurghat Railway Station)। এই রেলস্টেশন থেকে নতুন নতুন ট্রেন চালু করার পরিপ্রেক্ষিতেই বারবার স্টেশনটি শিরোনামে আসছে। তবে এবার এই স্টেশন শিরোনামে এসেছে নতুন ট্রেনের জন্য নয়, বরং নতুন ভাবে সেজে (Balurghat Railway Station Modification) ওঠার জন্য।

লক্ষ্য করলে দেখা যাবে ভারতে প্রতিদিন ভারতীয় রেলের (Indian Railways) ওপর ভর করে প্রায় দু কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। এই বিপুলসংখ্যক যাত্রীরা যেমন হাজার হাজার ট্রেনের উপর ভর করে যাতায়াত করেন, ঠিক সেই রকমই তাদেরও চাহিদা থাকে স্টেশনে যেন সহজেই তারা নতুন নতুন পরিষেবা উপভোগ করতে পারেন। এসবের পরিপ্রেক্ষিতেই বালুরঘাট রেলস্টেশনকে নতুন ভাবে সাজিয়ে তোলার কাজ চালানো হচ্ছে।

বালুরঘাটের জন্য যেমন নতুন নতুন ট্রেন যাওয়ার ঘোষণা করেছে রেল ঠিক সেই রকমই এই রেলস্টেশনটিকে সাজিয়ে তোলা হলে পেছনে আগত যাত্রীরা নতুন নতুন পরিষেবার সুবিধা পাবেন। এক্ষেত্রে স্টেশনকে সাজিয়ে তোলার জন্য কাজ একধাপ এগোলো। ইতিমধ্যেই স্টেশনের দ্বিতীয় প্ল্যাটফর্মে যাওয়ার জন্য দ্বিতীয় ফুটওভার ব্রিজ, এস্কেলেরেটর, লিফটের কাজ শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন 👉 Railway Project: বালুরঘাট থেকে হিলি! রেলপথ সম্প্রসারণের কাজ এগোতে বড় পদক্ষেপ রেলের

রেলের তরফ থেকে শুরু করা এই সকল কাজ শেষ হলে যাত্রীদের আর কষ্ট করে সিঁড়ি ভেঙ্গে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যেতে হবে না। এছাড়াও আলাদা করে নতুন ফুট ওভারব্রিজ তৈরি হওয়ার ফলে ভিড়ের সময় যাত্রীদের কষ্ট করতে হবে না এবং সময় নষ্ট করতে হবে না। রেলের এই সকল কাজ বালুরঘাট স্টেশনে আসা যাত্রীদের অনেক বেশি স্বাচ্ছন্দ দেবে।

রেল সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট স্টেশনে সম্প্রতি শুরু হওয়া কাজগুলি আগামী ৭-৮ মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তবে শুধু এই কয়েকটি কাজ নয়, এই সকল কাজ শেষ হয়ে যাওয়ার পর শুরু হবে আরও বিভিন্ন ধরনের কাজ। নতুন করে যে সকল কাজ করা হবে বালুরঘাট রেল স্টেশনে সেগুলি হল সেড তৈরি। এরপর আবার তিন নম্বর প্লাটফর্মের কাজ শুরু করে দেওয়া হবে রেলের তরফ থেকে। মোটের উপর সব কাজ শেষ হয়ে যাওয়ার পর বালুরঘাট রেল স্টেশনে আসা যাত্রীদের স্বাচ্ছন্দ নিয়ে কোন প্রশ্ন থাকবে না।