Govinda and KKR: গোবিন্দার সঙ্গে জড়িয়ে গেল কেকেআর! এই খেলোয়াড় বলিউড হিরোর জামাই

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) জমজমাট ভাবে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ১৫ টি ম্যাচ। আর এবার এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে জড়িয়ে গেল বলিউড হিরো গোবিন্দার সম্পর্ক। তার সঙ্গে সম্পর্ক জড়িয়েছে মূলত কলকাতা নাইট রাইডার্স-এর (Govinda and KKR)। কেননা এই টিমে রয়েছেন গোবিন্দার জামাই।

Advertisements

২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ট্রফি ঘরে আনবে এমন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মাঠে নেমেছে। এখনো পর্যন্ত তারা দুটি ম্যাচ খেলেছে এবং দুটি ম্যাচেই জয় হাসিল করেছে। যদি পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে তারা এখন তালিকায় দু’নম্বর স্থানে রয়েছে। কেকেআরের এমন ভালো পারফরমেন্সের মাঝে কোন খেলোয়াড় গোবিন্দার জামাই তা নিয়ে কেকেআরপ্রেমীদের মধ্যে কৌতূহল ও উৎসাহের শেষ নেই।

Advertisements

কলকাতা নাইট রাইডার্স-এর একজন রেগুলার প্লেয়ার গোবিন্দার জামাই, এই বিষয়টি অনেকের কাছেই বিশ্বাসযোগ্য নয়। তবে বিশ্বাসযোগ্য না হলেও কিন্তু এটাই সত্যি। আর এই সত্যিটা সামনে আসে কমেডি শো ‘দ্যা কপিল শর্মা’তে। এই সত্যি সামনে এনেছেন গোবিন্দার ভাগ্নে ক্রষ্ণা। বিষয়টি এতদিন অজানা ছিল এবং সম্প্রতি ওই কমেডি শোতে পুরো বিষয়টি সামনে এসেছে। এছাড়াও জানা গিয়েছে ঠিক কোন সম্পর্কে ওই খেলোয়াড় গোবিন্দার জামাই।

Advertisements

আরও পড়ুন ? ২৫ কোটির মিচেল স্টার্ক, আর বাকিরা কেমন! দেখে নিন KKR-র সম্পূর্ণ দল

ক্রষ্ণা ওই কমেডি শোতে দাবি করেছেন, গোবিন্দার ভাইঝি সাঁচি মারওয়াহ তার খুড়তুতো বোন। সাঁচি মারওয়াহের সঙ্গে বিয়ে হয়েছে কেকেআর-এর খেলোয়াড় নীতিশ রানার। আর এই বিয়ের সম্পর্কের পরিপ্রেক্ষিতেই ওই কমেডি শোতে ক্রষ্ণা দাবি করেছেন তিনি নীতিশ রানার শ্যালক। আবার এই সম্পর্কের নিরিখে সাঁচি মারওয়াহ হচ্ছেন গোবিন্দার ভাইঝি। তাহলে সম্পর্কের জের টানলে নীতিশ রানা হচ্ছেন গোবিন্দার জামাই, যদিও সেই সম্পর্ক বেশ দূরের সম্পর্ক।

নিতিশ রানা কেকেআরের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়। ব্যাটসম্যান হিসেবে তিনি নির্ভরযোগ্য হওয়ার পাশাপাশি কেকেআরের অধিনায়কও। তবে তিনি সাধারণত ঘরোয়া ক্রিকেটই খেলে থাকেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও তিনি সেই ভাবে জায়গা করতে পারেননি। এখনো পর্যন্ত তিনি টিম ইন্ডিয়ার হয়ে একটি আন্তর্জাতিক ওডিআই এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

Advertisements