Lakshmir Bhandar: ১ হাজার নয়, ১০ হাজার! লক্ষ্মীর ভান্ডার নিয়ে খেলা শুরু করে দিল কংগ্রেস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ২০২১ সালে চালু করা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar)। যে প্রকল্প এখন রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প। কেননা এই প্রকল্পের মধ্য দিয়েই রাজ্যের মহিলাদের নগদ টাকা দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার। আর এই প্রকল্প নিয়েই এবার খেলা শুরু করে দিল কংগ্রেস।

Advertisements

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হতো। এখন এই টাকা বৃদ্ধি করে করা হয়েছে যথাক্রমে ১০০০ টাকা ও ১২০০ টাকা। এই প্রকল্প একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সরকারের প্রত্যাবর্তনে সবচেয়ে বেশি সাহায্য করে বলে মনে করেন অনেকেই। আর এবার এই প্রকল্প নিয়ে বাম কংগ্রেস কি দাবি করছেন চলুন জেনে নেওয়া যাক।

Advertisements

সোমবার বীরভূম লোকসভা কেন্দ্রের দাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ সাঁইথিয়ায় ভোট প্রচারে গিয়েছিলেন এবং সেখানে তিনি দাবি করেন, “ইতিমধ্যেই আমরা আন্দোলন শুরু করেছি যাতে করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ১০০০ টাকার বদলে রাজ্যের মহিলাদের ১০০০০ টাকা করে দেওয়া হয়। আমাদের দাবি, মহিলাদের ১০০০ টাকা করে নয় ১০০০০ টাকা করে দেওয়া হোক।”

Advertisements

আরও পড়ুন ? Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডারের এক টাকাও ঢুকবে না! যদি থাকে এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট

এর পাশাপাশি এদিন তাকে বলতে শোনা যায়, “আমাদের মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবেন না। আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কোন অসুবিধা নাই। কিন্তু এবারের ভোটে যদি আমরা জয়যুক্ত হয় আর রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে পারি তাহলে যেদিন তিনি প্রধানমন্ত্রী হবেন তারপরের দিন থেকে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের মহিলারা বছরে এক লক্ষ টাকা করে পাবেন।”

এছাড়াও তিনি এদিন নির্বাচনী প্রচারে বক্তব্য রাখার সময় জানান, “এটাতো পশ্চিমবঙ্গের ভোট নয়, এটাতো লক্ষ্মীর ভান্ডারের ভোট নয়। এটা মোদির বিরুদ্ধে ভোট। এই মোদির বিরুদ্ধে ভোটে যদি আপনারা বামফ্রন্ট কংগ্রেসকে ভোট দেন আর যদি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়, তাহলে যেমন আপনারা মমতা ব্যানার্জির থেকে এক হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন ঠিক সেই রকমই রাহুল গান্ধীর থেকে বছরে এক লক্ষ টাকার লক্ষ্মীর ভাণ্ডার পাবেন।”

Advertisements