Underground Metro Station: কলকাতা পাচ্ছে আরও ৪টি আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন, শুরু হয়ে গেল কাজ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কলকাতার বাসিন্দাদের কাছে মেট্রো পরিষেবা হলো গণপরিবহনের লাইফ লাইন। একদিকে তারা মেট্রো পরিষেবার ওপর ভর করে যেমন কম খরচে এবং কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে যান, ঠিক সেই রকমই তারা আবার অনেক আরাম করে গন্তব্যে পৌঁছান। সে কারণে শহরের আনাচে-কানাচে মেট্রো পরিষেবা (Metro Service) পৌঁছে যাক এটাই তাদের চাওয়া।

Advertisements

নতুন যে মেট্রো পরিষেবা চালু করার জন্য কাজ চলছে তা হল পার্পল লাইনে। মোমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা যুক্ত করার কাজ চালানো হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে। নতুন যে মেট্রো পরিষেবা চালু করার কাজ চালানো হচ্ছে সেই পরিষেবার মধ্যেই পড়বে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন। ভিক্টোরিয়ার আগে পড়বে খিদিরপুর এবং পরের স্টেশন হবে পার্কস্ট্রিট।

Advertisements

মেট্রোর এই পার্পল লাইনটি দিয়ে মিশবে এসপ্ল্যানেডে। এই লাইনের কাজ সম্পূর্ণ হয়ে গেলেই বেহালা থেকে ধর্মতলা আসা অনেক সহজ হয়ে যাবে। পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো করিডরের মধ্যে মোট চারটি মেট্রো স্টেশন হবে সম্পূর্ণভাবে মাটির নিচে (Underground Metro Station)। অর্থাৎ এই চারটি স্টেশন হবে আন্ডারগ্রাউন্ড। তবে এই চারটি আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনের মধ্যে অন্যতমটি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক সামনেই স্টেশনটি তৈরি করা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? Metro vs Bus: হাওড়া থেকে মেট্রো চালু হতেই মাথায় হাত বাস মালিকদের, টিকে থাকতে নয়া পরিকল্পনা

ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন তৈরি করার কাজ করার জন্য সব রকম অনুমতি পেয়ে গিয়েছে মেট্রো কর্তৃপক্ষ এবং কাজ শুরু করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেখানে থাকা একাধিক গাছ না কেটে সেগুলিকে গোঁড়া থেকে তুলে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও আন্ডারগ্রাউন্ড স্টেশনটি তৈরি করার জন্য যে জায়গার প্রয়োজন তা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং মাটি খোঁড়ার কাজ চালানো হচ্ছে। স্টেশনটি তৈরি করার জন্য ডায়াফ্রাম দেওয়াল তৈরি করা হবে।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে নতুন যে ভূগর্ভস্থ মেট্রো স্টেশন তৈরি করার কাজ শুরু হয়েছে সেই স্টেশনটি মোট ৩২৫ মিটার দীর্ঘ হবে এবং সেটির প্ল্যাটফর্ম ভূপৃষ্ঠ থেকে ১৪.৭ মিটার মাটির নিচে থাকবে। আর এই মেট্রো পরিষেবা চালু হয়ে যাওয়ার পর ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে যাওয়া অথবা সেখান থেকে ফিরে আসা অনেক সহজ হয়ে যাবে কলকাতার বাসিন্দাদের থেকে শুরু করে সাধারণ পর্যটকদের।

Advertisements