AePS: ATM যাওয়ার দিন শেষ! এবার বাড়িতে বসেই নগদ টাকা পেয়ে যান এই পরিষেবায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ডিজিটাল মাধ্যমে লেনদেন বৃদ্ধি পেলেও বহু ক্ষেত্রেই নগদ টাকার প্রয়োজন হয়ে থাকে। আর নগদ টাকার প্রয়োজনে দেশের মানুষদের হয় ব্যাঙ্কের শাখায় যেতে হয় অথবা ATM কাউন্টারে গিয়ে টাকা তুলতে হয়। তবে এবার এমন এক পরিষেবা চলে এলো যে পরিষেবার মধ্য দিয়ে নগদ টাকা পেতে আর এটিএম কাউন্টারে অথবা ব্যাঙ্কের শাখায় দৌড়ানোর দরকার নেই। বাড়িতে বসেই পাওয়া যাবে নগদ টাকা।

Advertisements

যে পরিষেবার মধ্য দিয়ে বাড়িতে বসে নগদ টাকা মিলবে সেই পরিষেবার নাম হলো আধার এনাবেলড পেমেন্ট সার্ভিস (Aadhaar Enabled Payment Service বা AePS)। এই পরিষেবার মধ্য দিয়ে গ্রাহকদের বাড়িতে বাড়িতে নগদ টাকা পৌঁছে দেওয়ার জন্য পোস্ট অফিসের তরফ থেকে বিশেষ পরিষেবা চালু করা হয়েছে। যে পরিষেবায় নগদ টাকা পাওয়ার পাশাপাশি ব্যালেন্স ইনকোয়ারি থেকে শুরু করে মিনি স্টেটমেন্ট, ফান্ড ট্রান্সফার ইত্যাদি বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে।

Advertisements

এই পরিষেবা পাওয়ার জন্য অবশ্যই গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্ত থাকতে হবে। পাশাপাশি আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকতে হবে। এমন পরিষেবার আবেদন পেলেই পোস্ট অফিসের পোস্টম্যান গ্রাহকের বাড়ি পৌঁছে যাবেন এবং গ্রাহকের চাহিদা মত বাড়িতে বসেই নানান পরিষেবা দেবেন। মূলত বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে এই সকল পরিসেবা দেওয়া হবে গ্রাহকদের। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে যে সকল গ্রাহকদের অ্যাকাউন্ট রয়েছে তারা সহজেই এই পরিষেবা উপভোগ করতে পারবেন।

Advertisements

আরও পড়ুন ? Senior Citizen Savings Scheme: বুড়ো বয়সে টাকা নিয়ে চিন্তা করার দিন শেষ! পোস্ট অফিসের এই স্কিম করবে ভবিষ্যৎ সুরক্ষিত

বাড়িতে বসে এমন গুরুত্বপূর্ণ সব পরিসেবা পাওয়ার ক্ষেত্রে অবশ্য বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে। যেমন আধার এনাবেল্ড পেমেন্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা সর্বোচ্চ ১০ হাজার টাকা তুলতে পারবেন। নগদ ১০০০০ টাকা তুলতে পারার পাশাপাশি গ্রাহকরা চাইলে নিজেদের অ্যাকাউন্টে বাড়িতে বসেই টাকা জমা করতে পারবেন। সেক্ষেত্রেও উর্ধ্বসীমা ১০০০০ টাকায় রাখা হয়েছে। এছাড়াও নতুন অ্যাকাউন্ট খোলা যাবে এই পরিষেবার মাধ্যমেই।

গ্রাহকদের এমন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে পোস্ট অফিসের ১৫৫২৯৯ নম্বরে কল করতে হবে। পরিষেবার জন্য ওই নম্বরে কল করে আবেদন জানাতে হবে। আবেদন পাওয়ার পরিপ্রেক্ষিতে সকাল ১১ টা থেকে বিকেল ৪ টের মধ্যে সিডিউল করা সময় অনুযায়ী পোস্টম্যান বাড়িতে এসে পরিষেবা দেবেন। পোস্ট অফিসের তরফ থেকে এমন পরিসেবা দেওয়ার ক্ষেত্রে আপাতত কোনরকম চার্জ নেওয়া হচ্ছে না। পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত বিনামূল্যেই এই পরিষেবা পাওয়া যাবে।

Advertisements