Senior Citizen Savings Scheme: বুড়ো বয়সে টাকা নিয়ে চিন্তা করার দিন শেষ! পোস্ট অফিসের এই স্কিম করবে ভবিষ্যৎ সুরক্ষিত

Senior Citizen Savings Scheme of Post Office will secure the future: কর্মজীবন থাকলে তার থেকে অবসর নেওয়া স্বাভাবিক ব্যাপার। একটি নির্দিষ্ট সময়ের পর প্রত্যেকটি মানুষ তার কর্মজীবন থেকে অবসর নিয়ে থাকে। চাকরি হোক কিংবা ব্যবসা প্রত্যেকটি মানুষ তার শেষ বয়সটা আরামে কাটাতে চায়। তবে অবসর নিলে চিন্তামুক্ত হওয়ার থেকেও বেশি আরও চিন্তা বেড়ে যায়। এর প্রধান কারণ জমানো টাকা দিয়ে তাদের বাদবাকি জীবনটা কাটাতে হবে। প্রবীণ নাগরিকদের আর চিন্তা করতে হবে না পোস্ট অফিস নিয়ে এসেছে দুর্দান্ত একটি স্কিম (Senior Citizen Savings Scheme)। লোভনীয় রিটার্নের পাশাপাশি প্রতি ৩ মাসে সুদ বাবদ মোটা টাকা তুলে নেওয়ার সুবিধা রয়েছে।

নিশ্চয়ই এতক্ষণে আপনি স্কিম সম্পর্কে জানতে কৌতূহলী। পোস্ট অফিসে চালু থাকা প্রবীণ নাগরিকদের ওই প্রকল্পের নাম ‘সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম’। এতে ৮.২ শতাংশ সুদ দিচ্ছে কেন্দ্র। এই স্কিমে যদি আপনি বিনিয়োগ করেন প্রতি ৩ মাস অন্তত সুদ পাবেন ১২,০০০ টাকা। বর্তমানে এই স্কিমটি যথেষ্টই জনপ্রিয়তা অর্জন করেছে।

পোস্ট অফিসের নিয়ম অনুসারে, আপনার বয়স যখন ৬০ বছর হবে তখনই আপনি SCSS-এ বিনিয়োগ করতে পারবেন। যদি এই স্কিমে কোনো প্রাক্তন সেনা ও প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীরা বিনিয়োগ করেন তাহলে লগ্নির ক্ষেত্রে কিছুটা ছাড় পাওয়া যাবে। ৫০ কিংবা ৫৫ বছর বয়স থেকে এই প্রকল্পে টাকা বিনিয়োগ করা যাবে।

পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম’-এ (Senior Citizen Savings Scheme) হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। এতে চক্রবৃদ্ধি হারে সুদ দেয় পোস্ট অফিস। বিনিয়োগকারীদের পক্ষে এই স্কিম যথেষ্টই লাভজনক। ধরুন বর্তমানের সুদের হারে কোনও প্রবীণ নাগরিক যদি মাত্র ১০০০০ টাকা বিনিয়োগ করেন, প্রতি তিন মাস অন্তর সেই ব্যক্তির অ্যাকাউন্টে সুদ বাবদ ২০৫ টাকা। আর যদি আপনি বিনিয়োগ করতে পারেন ৬ লাখ টাকা তাহলে সেই অংক বেড়ে দাঁড়াবে ১২৩০০ টাকা।

আরও পড়ুন 👉 SBI Debit Card Charges: চার্জ বেড়ে গেল SBI ডেবিট কার্ডের! এবার পকেট থেকে বাড়তি খসবে এত টাকা

Senior Citizen Savings Scheme-এ কত টাকা বিনিয়োগ করলে কত সুদ পাওয়া যাবে নীচের চার্টের মাধ্যমে তুলে ধরা হলো।

Senior Citizen Savings Scheme

পোস্ট অফিসের বিভিন্ন লাভজনক স্কিমগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম’, সুকন্যা সমৃদ্ধি যোজনা ইত্যাদি। এইসব স্কিমে আপনারা রিটার্ন পাবেন খুবই লাভজনক। কন্যা সন্তানের জন্য চালু থাকা ওই স্কিমে বছরে আপনি সুদ পাবেন ৮.২ শতাংশ।