Airport Authority of India Recruitment: ৪৯০ জনের ভাগ্য খুলতে চলেছে AAI! চাকরি মিলবে বিমানবন্দরে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Recruitment of 490 people is going to be done by the Airport Authority of India: যেসব প্রার্থীরা যোগ্য কাজের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা AAI-তে (Airport Authority of India Recruitment) আছে উপযুক্ত কাজের সুযোগ। এই কেন্দ্রীয় সংস্থাটিতে খুব শীঘ্রই একাধিক পদে নিয়োগ শুরু হতে চলেছে। ইচ্ছুক প্রার্থীরা দেরি না করে আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমেও। এই বছরের মে মাস পর্যন্ত আপনারা এই চাকরির পদের জন্য আবেদন করতে পারবেন।

Advertisements

একটি নির্দেশিকা অনুযায়ী জানা যায় যে, সাধারণত তিনটি পদের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীরা। উল্লেখযোগ্য পদগুলো হল জুনিয়ার এক্সিকিউটিভ (ইলেকট্রনিক্স), জুনিয়ার এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল) ও জুনিয়ার এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং সিভিল)। মোট ৪৯০ জন প্রার্থীকে নিয়োগ করা হবে এই শূন্য পদের জন্য। জুনিয়ার এক্সিকিউটিভ (ইলেকট্রনিক্স) ২৭৮ জন। জুনিয়ার এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল) ১০৬ জন। জুনিয়ার এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং সিভিল) ৯০ জন। অন্যান্য ১৬ জন।

Advertisements

আপনি যদি উপরিউক্ত শূন্য পদে আবেদন করতে চান তাহলে আপনাকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা AAI-র (Airport Authority of India Recruitment) অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। ওই ওয়েবসাইটেই আপনি গুরুত্বপূর্ণ লিঙ্কটি পেয়ে যাবেন যার মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। তাতে ইচ্ছুক প্রার্থীকে ক্লিক করতে হবে। ওয়েবসাইটের হোমপেজেই আপনি পেয়ে যাবেন লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলেই চাকরির আবেদন পত্রটি খুলে যাবে আপনার সামনে। মনোযোগ সহকারে প্রথমে সেটি পড়তে হবে এর পর বিজ্ঞপ্তিতে বলে দেওয়া যাবতীয় নথির স্ক্যান কপি আপলোড করবেন। শেষে সাবমিট অপশানে ক্লিক করলে জমা হয়ে যাবে আবেদনপত্র। কিন্তু যদি নথি আপলোড না করেন বাতিল হবে আবেদনপত্র।

Advertisements

আরও পড়ুন ? Purba Bardhaman Court Vacancy: বেতন ১৭ হাজার টাকা, ক্লাস ৮ পাশেই চাকরির সুযোগ পূর্ব বর্ধমান জেলা আদালতে

এই বছরের ২ এপ্রিল থেকে শূন্য পদের আবেদন গুলোর জন্য আবেদনপত্র নেওয়া শুরু করবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority of India Recruitment) । আবেদন নেওয়া চলবে ১লা মে পর্যন্ত। এর পর আর কোনও আবেদনপত্র গ্রহণ করবে না কর্তৃপক্ষ।

এই কেন্দ্রীয় সংস্থাটি কয়েকটি ধাপে যোগ্য প্রার্থীদের বেছে নেবে। আবেদন করার জন্য প্রথমে আবেদনকারীদের নথি যাচাই বা ডকুমেন্ট ভেরিফিকেশ করবে AAI কর্তৃপক্ষ। তারপর সেখান থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কয়েকজনকে বেছে নেবেন তাঁরা। তারপর প্রার্থীদের GATE-র স্কোর দেখা হবে। যারা চাকরি পাবে তাদের দেশের যে কোনও বিমানবন্দরে পোস্টিং হতে পারে এমনটাই জানিয়ে রেখেছে AAI। এছাড়াও, ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেডের তরফ থেকে জানানো হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি। এই শূন্য পদগুলোতে অষ্টম ও দশম উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন। মোট ২৪৭ জনকে চাকরি দেবে এই সংস্থা। বয়স হতে হবে ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বেছে নেবে এই সংস্থা। আগামী ১৫ ই এপ্রিল থেকে তা শুরু হবে।

Advertisements