Purba Bardhaman Court Vacancy: বেতন ১৭ হাজার টাকা, ক্লাস ৮ পাশেই চাকরির সুযোগ পূর্ব বর্ধমান জেলা আদালতে

নিজস্ব প্রতিবেদন : চাকরি হোক অথবা ব্যবসা, যেকোনো ক্ষেত্রেই বেকার যুবক-যুবতীরা কাজে নিযুক্ত হয়ে রোজগারের পথ দেখতে চান। এই সকল বেকার যুবক-যুবতীদের মধ্যে অধিকাংশের চোখ থাকে সরকারি চাকরির দিকে। তবে যেভাবে দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে সেই স্বপ্ন পূরণ করার জন্য বেকার যুবক-যুবতীদের প্রচুর কাঠখড় পোড়াতে হয়।

তবে এই রকম সংকটজনক পরিস্থিতিতেই এবার পূর্ব বর্ধমান জেলার জেলা আদালতে কর্মখালির বিজ্ঞপ্তি (Purba Bardhaman Court Vacancy) দেওয়া হল। যে বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরি প্রার্থীরা অষ্টম শ্রেণী পাশ হলেই চাকরির জন্য আবেদন করতে পারবেন। মোট ১১ টি শূন্যপদে নিয়োগ করা হবে। তবে এই সকল শূন্য পদে আবেদনের জন্য মহিলাদের কোনরকম সুযোগ থাকছে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী নাইটগার্ড, ডে গার্ড, গার্ডেনার পদে মোট ১১ জন নিয়োগ করবে আদালত। যে সকল চাকরি প্রার্থীরা এই সকল শূন্য পদে নিয়োগের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর থেকে ৪০ বছর। অন্যদিকে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে যে ছাড় পান তা পাবেন। বয়সের সর্বোচ্চ ছাড় দেওয়া হচ্ছে পাঁচ বছর।

আরও পড়ুন 👉 Mobile Recharge Cost: মাথায় হাত পড়বে গ্রাহকদের! এত টাকা বাড়তে পারে মোবাইল খরচ, দেখে নিন হিসেব-নিকেশ

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দেওয়ার পাশাপাশি শারীরিকভাবে সুস্থ ও সবল হতে হবে। এই সকল শূন্য পদে যে সকল চাকরি প্রার্থীরা নিযুক্ত হবেন তাদের বেতন হবে ১৭ হাজার টাকা। এই বেতন বেড়ে ৪৩ হাজার ৬০০ টাকা পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও অন্যান্য সমস্ত রকম সুবিধা পাওয়া যাবে বলেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পূর্ব বর্ধমানের জেলা আদালতে নিয়োগের ক্ষেত্রে মোট দুদফা পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে। দুটি পরীক্ষায় হবে লিখিত। প্রথম পরীক্ষায় থাকবে ১০০ নম্বর এবং দ্বিতীয় পরীক্ষায় থাকবে ৫০ নম্বর। আবেদন করার ক্ষেত্রে অনলাইনে আবেদনের কোন ব্যবস্থা নেই। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ৪ মে’র মধ্যে ডাকযোগে আবেদন পত্র পাঠাতে হবে। আবেদন করার সময় ৩০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।