Report Card of Higher Secondary of Bollywood Superstar Shah Rukh Khan: যাদের প্রতিদিন রুপোলি পর্দায় দেখি তাদের ঝাঁ চকচকে জীবনটাই সবার সামনে ফুটে ওঠে। কিন্তু কেমন ছিল তাদের আগের জীবন? লেখাপড়ায় কেমন ছিল বলি তারকারা? এইসব ব্যাপারে সবারই কৌতুহল থাকে। আজকের প্রতিবেদনে জানতে পারবেন কিং খানের রিপোর্ট কার্ড (Report Card of Shah Rukh) সম্পর্কে।
তিনি দিল্লির সেন্ট কলম্বাস হাইস্কুলে পড়তেন, যা ছিল আইসিএসসি বোর্ডের অন্তর্গত। লেখাপড়ায় তিনি খুব একটা খারাপ ছিলেন না। কিন্তু মিডিয়া অবশ্যই এর প্রমাণ চায়, প্রমাণ ছাড়া অনেকে বিশ্বাস করতে চান না এই ব্যাপারে। শাহরুখের মার্কশিট বেশ কয়েক বছর আগেই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার পর্দায়। সেই মার্কশিটে (Report Card of Shah Rukh) কিং খানের ইংরেজির প্রাপ্য নম্বর দেখে কিন্তু হাসির রোল পড়ে গেছিল ছাত্রছাত্রীদের মধ্যে।
কিং খান যখন দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন সেই সময় দ্বাদশ শ্রেণির মার্কশিট (Report Card of Shah Rukh) জমা করেছিলেন। তাতেই তার প্রাপ্ত নম্বর দেখা যায়। সেই মার্কশিট এর কপি ২০১৭ সালে ভাইরাল হয়েছিল। শাহরুখের দিল্লি বিশ্ববিদ্যালয়ের ফর্মটিও নেটমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল।
আরো পড়ুন: গাড়ি, বাড়ি, বাংলো! কি-না নেই, কত টাকার মালিক বলিউড বাদশা শাহরুখ খান
কোন এক ব্যক্তি ফেসবুকে শাহরুখ খানের মার্কশিট এবং ফর্ম–দুটিই ভাইরাল করে দিয়েছিলেন। মার্কশিটটি ভালো করে দেখলে দেখতে পাবেন যে, ক্লাস ইলেভেন-টুয়েল্ভে চারটি বিষয় নিয়ে লেখাপড়া করেছিলেন শাহরুখ- ইলেকট্রনিক্স, অঙ্ক, ফিজ়িক্স কিংবা পদার্থ বিজ্ঞান, এবং ইংরেজি। কোন বিষয়ে খুব একটা খারাপ নম্বর পানি তিনি। ইলেকট্রনিক্সে ৯২ নম্বর পেয়েছিলেন কিং খান, অঙ্কে পেয়েছিলেন ৭৮, ফিজ়িক্সে ৭৮ এবং ইংরেজিতে ৫১। শাহরুখের ইংরেজির নাম্বারের জন্য তাকে ফেসবুকে ছাত্র-ছাত্রীদের হাসাহাসি সম্মুখীন হতে হয়েছিল। যিনি সারাক্ষণ ইংরেজিতে কথা বলেন তার এত কম নম্বর সত্যি আশা করা যায় না।
তিনি ইংরেজিতে যতই কম নাম্বার পাক না ইলেকট্রনিক্সে শাহরুখের প্রাপ্য ৯২ নম্বর দেখে চমকে গেছে বহু মানুষ। কিন্তু তার বাবা দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা দেওয়ার আগেই প্রয়াত হয়েছিলেন। পিতৃবিয়োগের যন্ত্রণা বুকে রেখে পরীক্ষায় বসতে হয়েছিল শাহরুখ খানকে।