Ishan Uday Scholarship: স্টুডেন্ট কার্ড অতীত! এবার পড়ুয়াদের এই প্রকল্পে প্রতিমাসে ৭৮০০ টাকা দেবে সরকার

Prosun Kanti Das

Published on:

Advertisements

The government will give 7800 rupees per month to students under the Ishan Uday Scholarship: শিশুদের শিক্ষা ব্যবস্থা মজবুত করতে বিভিন্ন রকম প্রকল্পের ব্যবস্থা করে চলেছে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই। স্কুল ছুট শিক্ষার্থীদের স্কুলের প্রতি আগ্রহী করতে, নারী শিক্ষার ভিত মজবুত করতে, মেয়েদের উচ্চশিক্ষিত করতে একাধিক সুযোগ-সুবিধা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বাধাগুলি পোশাকের সমস্যা, খাদ্যের সমস্যা ইত্যাদি সমাধান করার জন্য একাধিক প্রকল্প তো রয়েছেই। তার সাথে আর্থিক সমস্যা মেটানোর জন্য ব্যবস্থা করছে সরকার।

Advertisements

স্কুল ছুট শিক্ষার্থীদের ক্ষেত্রে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় আর্থিক সমস্যা। অনেক শিক্ষার্থী টাকার অভাবে নিজেদের্ পছন্দমত বিষয় নিয়ে পড়াশোনা সম্পূর্ণ করতে পারে না। মাঝপথে ছেড়ে দিতে হয় সব স্বপ্ন। এই সমস্যা সমাধান করতে একাধিক স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে। এর মধ্যে অন্যতম হলো ঈশান উদয় স্কলারশিপ (Ishan Uday Scholarship)। ২০১৪-১৫ সালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পটি চালু করা হয়েছিল।

Advertisements

উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিক অভাবের জন্য যাতে পড়াশোনা আটকে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে চালু করা হয়েছিল ঈশান উদয়ের স্কলারশিপ (Ishan Uday Scholarship)। এই স্কলারশিপের সাহায্যে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন। যাদের পরিবারের বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকার কম তারা প্রত্যেকেই এই স্কলারশিপ পাবার যোগ্য। বিএ, বিএসসি, বিকমের মতন স্নাতক স্তরের পড়াশোনার ক্ষেত্রে এই স্কলারশিপের মাধ্যমে পাওয়া যায় প্রতি মাসে ৫৪০০ টাকা। আর মেডিকেল বা প্যারামেডিকেল এর মতন খরচ সাপেক্ষ পড়াশোনার ক্ষেত্রে এই স্কলারশিপ থেকে প্রতি মাসে শিক্ষার্থীরা পেতে পারে ৭৮০০ টাকা।

Advertisements

আরও পড়ুন ? শুধু টাকা কামানো নয়, পড়ুয়াদের ৫০ হাজার টাকা স্কলারশিপও দেয় TATA! জানুন কীভাবে

চলুন এই প্রকল্পে আবেদন করার পদ্ধতিটি একবার দেখে নেওয়া যাক। স্কলারশিপ ডট গভর্মেন্ট ডট ইন ওয়েবপেজে গিয়ে স্কলার্শিপের লিংকে ক্লিক করতে হবে। এরপর ঈশান উদয় স্কলারশিপের (Ishan Uday Scholarship) জন্য রেজিস্ট্রেশন করে, প্রয়োজনীয় ফর্ম টি অনলাইনে ফিলাপ করুন। ফর্মের সাথে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে জমা দিতে ভুলবেন না। ফর্মটি সাবমিট করার পর এক কপি ডাউনলোড করে রাখবেন ভবিষ্যতে এটি আপনার কাজে লাগতে পারে।

ঈশান উদয় স্কলারশিপের (Ishan Uday Scholarship) আবেদন করার জন্য বেশ কিছু নথিপত্রের প্রয়োজন। যেমন- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেটের কপি, ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি। এই স্কলারশিপের জন্য আবেদন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিটি হল ডেমিসাইল সার্টিফিকেট। এটি ছাড়া এই প্রকল্পে আবেদন করতে পারবে না কেউ। এই স্কলারশিপ থেকে সুযোগ-সুবিধা পাওয়ার ব্যাপারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষার্থীকে সিবিএসই, আইসিএসই অথবা এনআইওই বোর্ড দ্বারা স্বীকৃত কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বাহ সমগোত্রীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

Advertisements