Rainfall Forecast West Bengal: ফুঁসছে ঘূর্ণাবর্ত! বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! মঙ্গলবার ভিজবে এই ৬ জেলা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েকের তীব্র তাপপ্রবাহের পর মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মেঘে ঢাকা পড়েছে। আকাশ মেঘে ঢাকা পড়ার কারণে তাপমাত্রার পারদ কিছুটা কম থাকলেও আবার বেড়েছে অস্বস্তিকর পরিস্থিতি। আর এই অস্বস্তিতকর পরিস্থিতিতে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়াচ্ছে দক্ষিণবঙ্গবাসীদের। তবে এসবের মধ্যেই মঙ্গলবার রাজ্যের ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast West Bengal) দিল হাওয়া অফিস।

Advertisements

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তর-পূর্ব আসামের উপর একটি ঘূর্ণাবর্তের অবস্থান করার কারণেই রাজ্যের ৬ জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। ঘূর্ণাবর্তের অবস্থানের পাশাপাশি পূর্ব বিহার থেকে বিস্তৃত একটি অক্ষরেখা মিশেছে ওই ঘূর্ণাবর্তের সঙ্গে। আর এরই প্রভাবে মঙ্গলবার ৬ জেলার বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। ৬ জেলার মধ্যে আবার ৩ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

Advertisements

তবে বৃষ্টি হলেও তাপপ্রবাহ থেকে রক্ষা পাবে না দক্ষিণবঙ্গ। উপরন্তু দিন দিন তাপমাত্রার পারদ আরও বাড়বে। তাপমাত্রার ঊর্ধ্বমুখী ভাব সোমবার এবং মঙ্গলবার ব্রেক নেওয়ার পর ফের বুধবার থেকে লক্ষ্য করা যাবে। হাওয়া অফিসের তরফ থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে জানানো হলেও জানা যাচ্ছে চলতি সপ্তাহের শেষের দিকে সর্বোচ্চ তাপমাত্রার পারদ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ৪৬ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে।

Advertisements

আরও পড়ুন ? Yusuf Pathan Net Worth: দু’বেলা দুমুঠো খেয়ে কেটেছে ছেলেবেলা, ১১ পাশ ইউসুফ পাঠান আজ কত টাকার মালিক

মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনার কারণে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১ থেকে ২ ডিগ্রি কম থাকবে বলেই জানানো হয়েছে। তবে অস্বস্তি করে পরিস্থিতি অনেকটাই বেড়ে যাবে। মঙ্গলবার মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা এবং হাওড়া বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে। অর্থাৎ বৃষ্টি দক্ষিণ বঙ্গের বাসিন্দাদের স্বস্তি দিতে পারবে না।

মঙ্গলবার যে সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সকল জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। তবে এই সকল জেলায় যে বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকবে তা নয়। অন্যদিকে উত্তরবঙ্গের তিন জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যে তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই তিন জেলা হলো দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements