Burdwan Medical College has special measures to avoid the risk of sunstroke: মার্চ মাসের শুরু থেকে প্রতিনিয়ত তাপপ্রবাহ বেড়েই চলেছে। গরমে অতিষ্ঠ মানুষ। প্রতিনিয়ত বাড়তে থাকা তাপপ্রবাহ থেকে হতে পারে হিট স্ট্রোক, সান স্ট্রোক, ডিহাইড্রেশনের মতন বিভিন্ন অসুখ। আর তাই অগ্রিম সতর্কতা গ্রহণে উদ্যোগী বর্ধমান মেডিকেল কলেজ (Burdwan Medical College)। করা হলো বাড়তি বেডের ব্যবস্থা। জেনারেল ইউনিট এবং এইচডিইউ ইউনিট মিলিয়ে মোট ৬ টি অতিরিক্ত বেডের ব্যবস্থা করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে।
নতুন বেড ছাড়াও হাসপাতালে রাখা হয়েছে ওয়ারেস এর ব্যবস্থা। জরুরি পরিস্থিতিতে কোন রোগী হাসপাতালে আসলে তাকে সামাল দেওয়া সহজ হবে হাসপাতাল কর্তৃপক্ষের জন্য। বর্ধমান মেডিকেল কলেজের (Burdwan Medical College) সুপার তাপস ঘোষ সকলকে দুপুর ১১ টা থেকে বিকেল ৪ টে অবধি যতটা সম্ভব রোদকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। যদি একান্তই রোদে বেরোতে হয় তাহলে অবশ্যই ছাতা অথবা কাপড় জাতীয় কিছু ব্যবহার করুন। নিজেকে সূর্যের তাপ থেকে আড়াল করার জন্য।
বর্ধমান এলাকায় হঠাৎই গরম হওয়া বইতে শুরু করে। তার জেরে অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। প্রতিবেশীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সঠিক সময় চিকিৎসা শুরু হওয়ার কারণে বর্তমানে তিনি বিপদমুক্ত। একটু বেলা বাড়তে শুরু করলে রাস্তায় লোকের সংখ্যা কমতে শুরু করেছে। এই রোদ সহ্য করতে না পেরে যত তাড়াতাড়ি সম্ভব কাজ মিটিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন প্রত্যেকে। উল্লেখযোগ্য বিষয় হলো লোকসভা ভোট শুরু হয়ে যাওয়ার কারণে এই দাবদাহের মধ্যেই ভোটের কাজকর্ম সারতে হচ্ছে রাজনীতিবিদদের।
আরো পড়ুনঃ ৫০ বছরেও এরকম হয়নি! বেড়েই চলেছে তাপমাত্রা, কবে মিলবে মুক্তি, জানাল হাওয়া অফিস
অতিরিক্ত গরম থেকে শিশুদের ডায়রিয়া, গলা ব্যথা, জ্বর ইত্যাদি অসুখ হতে পারে। ছোট শিশুদের ক্ষেত্রে অগ্রিম সতর্কতা অর্জনের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। অতিরিক্ত গরমের কারণে বাচ্চারা বাইরের জল খেয়ে ফেলে, আর তা থেকে বিভিন্ন ধরনের রোগের শিকার হচ্ছে তারা। শিশুকে যতটা সম্ভব ঘরের ভিতর রাখার, এবং যতটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন পানীয় বা খাবার খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা।
গরম থেকে বাঁচতে প্রচুর পরিমাণে জল ও সহজপাচ্য খাবার খেতে হবে এমনই পরামর্শ দিয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ (Burdwan Medical College)। শিশুদের ক্ষেত্রে খাদ্যাভাসে কোন রকম পরিবর্তন এসেছে কিনা সে দিকে লক্ষ্য রাখা প্রয়োজন। গরম থেকে বাঁচতে, দিনে অন্তত দুবার ভালো করে স্নান করুন। আর বাকি সময় যতবার পারবেন ভিজে গামছা দিয়ে গা মুছে নিন। স্ট্রোকের সম্ভাবনা কমাতে যতটা সম্ভব রোদ থেকে দূরে থাকুন। মুখ হাত ঢাকা পোশাক ব্যবহার করুন। শ্বাসকষ্ট, জ্বর বা এই জাতীয় কোন সমস্যা হয়ে থাকলে তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।