Jio Reliance: ফুলেফেঁপে লাল মুকেশ আম্বানি! জিও থেকেই পকেটে ঢুকলো এত হাজার কোটি টাকা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Mukesh Ambani earned so many crores from Jio Reliance alone: বর্তমানে ভারতীয় টেলিকম ব্যবস্থার অন্যতম সংস্থা জিও রিলায়েন্স (Jio Reliance)। যার কর্ণধার মুকেশ আম্বানি। যার গ্রাহক সংখ্যা অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় অধিক। সম্প্রতি প্রকাশ্যে এলো সেই টেলিকম সংস্থার দারুন খবর। জানালো ২০২৩-২৪ অর্থবর্ষের জানুয়ারি থেকে মার্চের ফলাফল। গত অর্থবর্ষের তুলনায় ২০২৩-২৪ অর্থবর্ষে দারুণ মুনাফা অর্জন করল জিও সংস্থা। চলতি বছরে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এই সংস্থা লাভ অর্জন করেছে প্রায় ১৩ শতাংশ। অপরদিকে বেড়েছে রাজস্বের পরিমাণ সহ গ্রাহক সংখ্যা। চতুর্থ ত্রৈমাসিকে কত টাকা মুনাফা অর্জন করে লাভের মুখ দেখলো মুকেশ আম্বানি?

Advertisements

প্রসঙ্গত, গত বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ১০.২ শতাংশ খরচ বৃদ্ধি পেয়েছিল জিও সংস্থার (Jio Reliance)। তবে হঠাৎ করে নয় ধীর গতিতে। যা দেখে কোম্পানির কর্তাদের অনুমান ছিল ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য কোম্পানির ভালো লক্ষণ। সেই অনুমান প্রমাণিত হলো চতুর্থ ত্রৈমাসিকে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই বৃদ্ধি পেয়েছে জিও সংস্থার নিট মুনাফা।

Advertisements

হিসাব বলছে, ২০২২-২৩ অর্থবর্ষে চতুর্থ ত্রৈমাসিকে জিও সংস্থা ভারতীয় মুদ্রায় ৪,৭০০ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছিল। যা ২০২৩-২৪ অর্থবর্ষে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে মুনাফার পরিমান অনেকটাই বেড়েছে। যার পরিমাণ দাঁড়িয়েছে ভারতীয় মুদ্রায় ৫,৩০০ কোটি টাকা। জিও সংস্থার (Jio Reliance) মুনাফার পরিমাণ যেমন বেড়েছে তেমনি ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে রাজস্বের পরিমাণ। বর্তমানে মোট ২৫৯.৫৯ বিলিয়ান টাকা রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে। যা পূর্বেই অনুমান করেছিল কোম্পানি কর্মকর্তারা।

Advertisements

আরও পড়ুন ? Jio vs China Mobile: জিওর কাছে পিছনে পড়ে গেল চীনের চায়না মোবাইল! কিছু করে দেখালেন আম্বানি

শুধু রিচার্জ অফার নয়, গ্রাহক সংখ্যা বৃদ্ধির ওপরও নির্ভর করে লাভের পরিমাণ। সে দিক থেকে গত বছরের তুলনায় চলতি বছরে বেড়েছে গ্রাহক সংখ্যা। সেই হিসেবে কোম্পানির গ্রাহক প্রতি এর পরিমানও বৃদ্ধি পেয়েছে। গড় হিসাব বলছে গত অর্থবর্ষে চতুর্থ ত্রৈমাসিক পর্যন্ত ৪৭০.৯ মিলিয়ন গ্রাহক সংখ্যা ছিল জিও সংস্থার। যা ২০২৩-২৪ অর্থের শেষ তিন মাসে ৭ থেকে ১৪ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে বলে অনুমান বিশ্লেষকডের। ফলস্বরূপ, গ্রাহক বৃদ্ধির ফলে লাভের অঙ্কের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। গত অর্থবর্ষ পর্যন্ত গ্রাহক প্রতি কোম্পানির আয় ছিল ১৭৮.৮ কোটি টাকা। অনুমান করা হচ্ছে, ২০২৩-২৪ অর্থবর্ষে গ্রাহক প্রতি আয়ের পরিমাণ ১৮১ থেকে ১৮৪ টাকা। তবে উল্লেখ্য বিষয়, জিও রিলায়েন্স সংস্থার তরফে সরকারিভাবে এই প্রসঙ্গে কোনো খবর প্রকাশিত হয়নি। সবটাই অনুমান ভিত্তিক।

প্রসঙ্গত, ভারতীয় টেলিকম ব্যবস্থার প্রতিযোগিতায় রয়েছে ভারতী এয়ারটেল, জিও (Jio Reliance) এবং ভোডাফোন আইডিয়া। সেই নিরিখে শীর্ষে রয়েছে জিও রিলায়েন্স। তবে গ্রাহক প্রতি আয়ের ক্ষেত্রে ভারতী এয়ারটেল শীর্ষে। তারপরে রয়েছে জিও এবং শেষে রয়েছে ভোডাফোন আইডিয়া। তবে এই তিন কোম্পানি ২০২১-এর পর থেকে এখনো পর্যন্ত শুল্ক বৃদ্ধির ঘোষণা করেনি। অনুমান করে যাচ্ছে ২০২৪-এর নির্বাচনের পর বছরের মাঝামাঝি সময়ে শুল্কবৃদ্ধি করতে পারে। যার ফলে রিচার্জের দামও বাড়ার আশঙ্কা রয়েছে।

Advertisements