নিজস্ব প্রতিবেদন : অন্যান্য বছরের তুলনায় এই বছর বেশ কিছুদিন আগেই হয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)। ২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পর তা শেষ হয় ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই পরীক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা ও অভিভাবকেরা রেজাল্টের (Madhyamik Result) জন্য অপেক্ষায় রয়েছেন।
মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশ পাবে তা নিয়ে বেশ কয়েকদিন ধরে নানান জল্পনা চলছিল। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দিন কয়েক আগেই জানানো হয়েছিল, পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য তারা প্রস্তুত। কেবলমাত্র রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে গ্রিন সিগন্যাল মিললেই পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেওয়া হবে। সেইমতো বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মাধ্যমিকের পরীক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণ জানিয়ে দেন।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘোষণা অনুযায়ী আগামী ২ মে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে অনলাইন অফলাইন সব জায়গাতেই। তারিখ জানার পর সবার মধ্যেই কৌতুহল সময় নিয়ে। অর্থাৎ ২ মে কখন মাধ্যমিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে? কখন থেকে অনলাইনে রেজাল্ট দেখা যাবে? কখন মার্কশিট দেওয়া হবে? সেই সমস্ত বিষয়ের খুঁটিনাটি আজ আপনারা এই প্রতিবেদনে জেনে নিতে পারবেন।
মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার সময় হিসাবে যা জানানো হয়েছে তাতে সকাল ৯ টার সময় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। সকাল ৯টার সময় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ হওয়ার পর সকাল ৯ঃ৪৫ মিনিট থেকেই অনলাইন অর্থাৎ ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এরপর সকাল ১০ টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া ক্যাম্প থেকে স্কুল কর্তৃপক্ষের হাতে মার্কশিট বিতরণ করা হবে। এরপর ওই মার্কশিট স্কুলে চলে এলেই পরীক্ষার্থীরা হাতে তা পেয়ে যাবে। মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী ফলাফল প্রকাশের দিনই পরীক্ষার্থীরা হাতে মার্কশিট পাবে।
অনলাইনে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখার জন্য wbresults.nic.in অথবা wbbse.wb.gov.in ওয়েবসাইট ভিজিট করতে হবে। এর পাশাপাশি আরও বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলির মাধ্যমেও পরীক্ষার্থীরা নিজেদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখে নিতে পারবে। এছাড়াও WB 10