Advertisements

Most Electricity Consumed Appliances: ফ্যান শুধু অজুহাত, বাড়ির এই জিনিষই হু হু করে বাড়াচ্ছে ইলেকট্রিক বিল

Prosun Kanti Das

Published on:

These Most Electricity Consuming Appliances of the house are increasing the electric bill: এই তীব্র গরমে বেশিরভাগ মানুষেরই নাজেহাল অবস্থা। তাপমাত্রার পারদ দিনকে দিন বেড়েই চলেছে। বর্ধিত গরমের হাত থেকে মুক্তি পেতে একটানা এসির পর একটানা ফ্যান চালানোর অভ্যাস অনেকেরই আছে। এরফলে কিন্তু সবথেকে বেশি কারেন্ট খরচ হয়। তবে আপনি জানলে অবাক হবেন ফ্যান ছাড়াও বেশ কিছু হোম অ্যাপ্লায়েন্স (Most Electricity Consumed Appliances)আছে যাদের জন্য সবথেকে বেশি বিদ্যুৎ খরচ হয়। মাসের শেষে ইলেকট্রিক বিল দেখলে মাথায় হাত পড়ে অনেকেরই এবং এরজন্য সিংহভাগ অবদান থাকে এই ডিভাইসগুলির। আপনি যদি বিদ্যুৎ বিল কমাতে চান তাহলে এই ডিভাইসগুলির ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে হবে।

Advertisements
এয়ার কন্ডিশন

গরমের হাত থেকে বাঁচতে মানুষের একমাত্র ভরসা হলো এসি। কমবেশি সকলেই জানেন গরমকালে বেশি কারেন্ট খরচ করে এয়ার কন্ডিশনিং সিস্টেম(Most Electricity Consumed Appliances)। এর পিছনের আসল কারণ হলো এতে উচ্চ ওয়াট শক্তি খরচ হয় এবং অনেকক্ষণ ধরে চলে। তাই সবথেকে বেশি ইউনিট খরচ করে এসি। যদি এসির ব্যবহার নিয়ন্ত্রণে আনতে না পারেন তাহলে বিদ্যুৎ খরচ কমাতে পারবেন না।

Advertisements
ইলেকট্রিক হিটার

যারা শীতপ্রধান দেশে থাকেন তারা বাড়ি ঠান্ডা রাখার জন্য ব্যবহার করেন ইলেকট্রিক হিটার। ভারতে আবার সেই ভাবে ইলেকট্রিক হিটার ব্যবহার করা হয় না। এই ডিভাইসগুলো ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে। তবে তার জন্য উচ্চ পরিমাণ শক্তি লাগে হিটারগুলির। এর ফলে বিদ্যুতের খরচ অনেকটাই বৃদ্ধি পায়(Most Electricity Consumed Appliances)।

Advertisements
ওয়াটার হিটার

গ্রীষ্মকালে কিন্তু কোনভাবেই ওয়াটার হিটারের ব্যবহার লক্ষ্য করা যায় না। কিন্তু এটি ব্যবহারে বিদ্যুৎ খরচ অনেকটাই বেশি হয়। বিদ্যুৎ খরচের দিক দিয়ে ওয়াটার হিটার দ্বিতীয় স্থানে আছে (Most Electricity Consumed Appliances)। এখানে একটি ট্যাংক থাকে যা ক্রমাগত গরম জল সরবরাহ করে। তবে এটির ব্যবহার শীতকালে বেশি হয়ে থাকে।

আরও পড়ুন ? Latest Air Cooler: এসির দামের তিন ভাগের এক ভাগ! দেওয়ালে এসির মতোই লাগানো যায় এই কুলার

ফ্রিজ

গরমকালে ফ্রিজ ছাড়া মানুষ এক দিনও থাকতে পারে না। ফ্রিজ এমন একটি বস্তু যা 24/7 কাজ করে। সত্যি এর কোন বিরাম নেই। সেই কারণে কারেন্ট খরচও হয় অনেক বেশি। ফ্রিজের কারণে মাসের শেষে আপনাদের মোটা অংকের ইলেকট্রিক বিল আসে। তাই ফ্রিজের দরজা সর্বদা ভালো ভাবে বন্ধ করতে হবে এবং সংস্থার তরফে যে তাপমাত্রা বলে দেওয়া হবে সেটাই রাখার চেষ্টা করুন।

ওয়াশিং মেশিন

এসির পর যে হোম অ্যাপ্লায়েন্স সব থেকে বেশি ব্যবহার করা হয় এবং যার জন্য ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে সেটি হল ওয়াশিং মেশিন। জামা কাপড় কাচার সুবিধার জন্য অধিকাংশ মানুষ এটি ব্যবহার করেন। জামা পরিষ্কার এবং শুকোনোর জন্য প্রচুর পরিমাণে শক্তি খরচ করে ওয়াশিং মেশিন/ক্লোথ ড্রায়ার। তাই বিদ্যুৎ বিল খরচ কমানোর জন্য ওয়াশিং মেশিন (Most Electricity Consumed Appliances) ব্যবহারে নিয়ন্ত্রণ করতে হবে।

ফ্যান ও লাইটের থেকেও বেশি বিদ্যুৎ বিল খরচ করে ইলেকট্রিক ওভেন ও স্টোভ। যদি এটির ব্যবহার ঠিক মতো না করেন তাহলেই বিপত্তি। ঘন ঘন খাবার গরম বা তৈরি করার জন্য ইলেকট্রিক ওভেন ব্যবহার কমাতে হবে।

Advertisements