Advertisements

Electricity Price Hike: বাড়ছে বিদ্যুতের দাম! এবার এইসব গ্রাহকদের কারেন্টের বিল মেটাতে গিয়েও দম ফেটে যাবে

Prosun Kanti Das

Published on:

Electricity Price Hike will also cause consumers to struggle to meet their electricity bills: তীব্র তাপপ্রবাহের কারণে গোটা দেশে বর্তমানে নাজেহাল অবস্থা। একে গরমের তাণ্ডব আবার অন্যদিকে বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের ব্যবহার । সাধারণ মানুষের জন্য এই মুহুর্তের সবথেকে খারাপ খবর হলো বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের দাম। এমনকি আগামী মাসের শুরু থেকেই বাড়তে চলেছে বিদ্যুতের দাম (Electricity Price Hike)। এরফলে প্রভাবিত হতে হবে ৩০ লক্ষ গ্রাহককে। তথ্য অনুযায়ী জানা যায়, আগামী ১ মে থেকেই বাড়বে বিদ্যুতের দাম। আপনি কি আদানি ইলেকট্রিসিটির (Adani Electricity) গ্রাহক? তাহলে আপনার বিল দিতে গিয়ে নাভিশ্বাস অবস্থা হবে।

Advertisements

আদানি ইলেকট্রিসিটির ৩০ লক্ষ গ্রাহক এবার পেতে চলেছেন বড় ধাক্কা। আসলে বিদ্যুতের দাম বাড়ার (Electricity Price Hike) কারণ হলো ফুয়েল সারচার্জের দাম বৃদ্ধি। জি বিজনেসের মতে, মহারাষ্ট্র ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশন (MERC) কোম্পানিকে বিদ্যুৎ বিলে ফুয়েল সারচার্জ নেওয়ার অনুমতি দিয়েছে। যারফলে সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের। আদানির বিলের এই বৃদ্ধি মে থেকে অগাষ্ট মাস পর্যন্ত অব্যাহত থাকবে। এমনটাই অনুমতি দিয়েছে MERC।

Advertisements

কমিশন এই প্রস্তাব অনুমোদন করে গত সোমবার নতুন দর কার্যকরী করেছে। চলতি বছরের মে মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত বিদ্যুৎ বিলের বর্ধিত দাম (Electricity Price Hike) গ্রাহকদের কাছ থেকে ফুয়েল সারচার্জ হিসাবে নেওয়া হবে। ফুয়েল সারচার্জ আসলে গ্রাহকদের ওপর বাণিজ্যিক, শিল্প এবং অন্যান্য খরচ অনুযায়ী আরোপ করা হবে। এই পরিস্থিতি অনুসারে, ফুয়েল অ্যাডজাস্টমেন্ট ফিস হিসেবে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৩১৮ কোটি টাকা আদায় করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Fan Regulator: সারাদিন ফ্যান চালিয়েও বাঁচানো যেতে পারে বিদ্যুৎ বিল, শুধু কিনতে হবে এই ডিভাইস

প্রসঙ্গত উল্লেখ্য যে, ফুয়েল সারচার্জ ৭০ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে প্রতি ইউনিটে ১ টাকা ৭০ পয়সা (Electricity Price Hike)। এই বিষয়ে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন যে, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানির দাম বিভিন্ন সময়ে পরিবর্তন হয়। যার সরাসরি প্রভাব পড়ে ফুয়েল অ্যাডজাস্টমেন্ট ফিসে। যার দাম দিতে হয় সাধারণ গ্রাহককে।

মে মাস থেকে চালু হওয়া নতুন বিদ্যুতের হার নিম্নে দেওয়া হলো:
  • ০ থেকে ১০০ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ৭০ পয়সা
  • ১০১ থেকে  ৩০০ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ১ টাকা ১০ পয়সা
  • ৩০১ থেকে  ৫০০ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ১ টাকা ৫০ পয়সা
  • ৫০০ ইউনিটের বেশি প্রতি ইউনিট ১ টাকা ৭০ পয়সা
Advertisements