Fan Regulator: সারাদিন ফ্যান চালিয়েও বাঁচানো যেতে পারে বিদ্যুৎ বিল, শুধু কিনতে হবে এই ডিভাইস

By installing this regulator, the electricity bill can be saved even by running the fan all-day: প্রচন্ড গরমে নাজেহাল দেশবাসি। গরমের হাত থেকে বাঁচতে ফ্যান বা এসি ছাড়া কোন উপায় নেই। কিন্তু অতিরিক্ত পরিমাণে এসি ব্যবহার করলে ইলেকট্রিক বিল এর পরিমাণও অনেকটাই বেড়ে যায়। সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে তা পরিশোধ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই খুব স্বাভাবিকভাবে ফ্যান চালানোর সময়ও ইলেকট্রিক বিল বাঁচানোর কথা চিন্তা করেন মধ্যবিত্ত পরিবার।

অনেকে সিলিং ফ্যানের বদলে টেবিল ফ্যান ব্যবহার করেন। অনেকে মনে করে কম স্পিডে ফ্যান চালালে বিদ্যুৎ খরচ কম হবে, ইলেকট্রিক বিল কম আসবে। তাই অনেকেই ফুল স্পিডে ফ্যান না চালিয়ে একটু কমিয়ে ব্যবহার করেন। কিন্তু সত্যি কি ফ্যানের স্পিড কমালে ইলেকট্রিক বিল বাঁচানো সম্ভব হয়? বিদ্যুৎ খরচ কমিয়ে বিদ্যুতের বিল কমানোর জন্য কম স্পিডে ফ্যান চালানোর পদ্ধতিটি কি আদতে কার্যকর? বিস্তারিত রইল আজকের প্রতিবেদনে।

হ্যাঁ এটা সত্যি যে রেগুলেটর (Fan Regulator) শুধুমাত্র ফ্যানের গতি নয়, কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ খরচের পরিমাণও। তবে সেটা সব রেগুলেটরে নয়, বিশেষ কিছু রেগুলেটরই এই কাজ করতে পারে। বাজার চলতি বেশিরভাগ রেগুলেটরের ক্ষেত্রে এই সুযোগ-সুবিধা থাকে না। সেই সমস্ত রেগুলেটর ব্যবহারের ফলে আপনি পাখার স্পিড কমান বা বাড়ান তাতে কোনো প্রভাব পড়ে না বিদ্যুৎ খরচের ব্যাপারে। ফুল স্পিডে ফ্যান চালালে যে পরিমাণ বিদ্যুত খরচ হয় স্পিড কমিয়ে চালালেও একই পরিমাণ বিদ্যুৎ খরচ হয়।

আরও পড়ুন 👉 BLDC Fan: বন বন করে ফ্যান ঘুরলেও বিল আসবে ৩ গুণ কম! শুধু করতে হবে এই কাজ

কিন্তু সম্প্রতি বাজারে এমন এক ধরনের রেগুলেটর (Fan Regulator) এসেছে যা আপনার বাড়ির বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম। এই ধরনের রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের স্পিড এর উপর নির্ভর করে বিদ্যুৎ খরচের পরিমাণ। বিদ্যুৎ খরচের পরিমাণ কমলে, ইলেকট্রিক বিল খুব স্বাভাবিক নিয়মেই কম হবে। রেগুলেটরগুলি সাধারণ রেগুলেটর থেকে আয়তনে একটু বড় হয়। বাড়িতে বিদ্যুৎ খরচের পরিমাণ কমাতে চাইলে অবশ্যই ব্যবহার করতে হবে ইলেকট্রনিক রেগুলেটর।

প্রসঙ্গত উল্লেখ্য, ইলেকট্রনিক রেগুলেটর (Fan Regulator) সাধারণ রেগুলেটরে তুলনায় শুধু আয়তনে বড় নয়, বেশ খরচ সাপেক্ষও বটে। ইলেকট্রনিক রেগুলেটর অনলাইন মার্কেটপ্লেস ছাড়াও অফলাইনে বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানে কিনতে পাওয়া যায়। একাধিক ফ্যান প্রস্তুতকারী সংস্থা ইলেকট্রিক রেগুলেটর বাজারে নিয়ে এসেছে। তাহলে আর দেরি না করে আজই নিয়ে আসুন ইলেকট্রনিক রেগুলেটর। ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করুন বিদ্যুৎ বাঁচান, অতিরিক্ত খরচ কমান।