FIR Against Abhijit Gangopadhyay: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জীবনে প্রথম! প্রাক্তন বিচারপতির নামে এবার থানায় এফআইআর

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বিচারপতি থাকাকালীন নিজের হাতে বিচার ব্যবস্থা নিয়ে নাড়াচাড়া করেছেন যে মানুষটি তিনি হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। পরবর্তীতে বিচারপতির পদ থেকে ইস্তাফা দিয়ে রাজনীতির আঙিনায় পা রেখেছেন। তিনি এখন বিজেপির প্রার্থী হিসেবে তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এবার এই প্রাক্তন বিচারপতির নামেই প্রথম অভিযোগ (FIR Against Abhijit Gangopadhyay) জমা হল থানায়।

প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কারা এমন অভিযোগ দায়ের করলেন? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন রাজ্য তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মইদুল ইসলাম। শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন, পাশাপাশি অন্ততপক্ষে ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

মইদুল ইসলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যদের বিরুদ্ধে যে সকল অভিযোগ এনেছেন তা হল খুনের চেষ্টা, হামলা, ভাঙচুর সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায়। শুধু তাই নয়, এর পাশাপাশি অস্ত্র আইনেও মামলা দায়ের করা হয়েছে। আর এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমেছে তমলুক থানার পুলিশ। প্রাক্তন বিচারপতি অভিহিত গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এই প্রথম কোন অভিযোগ দায়ের হলো থানায়।

আরও পড়ুন 👉 Abhijit Gangopadhyay’s Property Details: ২০২২-২৩-এ রোজগার বেড়ে প্রায় দ্বিগুণ! এখন কত টাকার মালিক প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কেন এমন অভিযোগ দায়ের করা হলো? ঘটনার সূত্রপাত গত শনিবার। যেদিন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেদের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন। যে মিছিল হাসপাতাল মোড়ে পৌঁছানোর পরই ধুন্ধুমার আকার নেয়। ওই হাসপাতাল মোড়ে তৃণমূল শিক্ষক সংগঠনের চাকরিহারারা অনশন মঞ্চ করে অনশন চালাচ্ছিলেন। সেই সময় সেই মঞ্চে হামলা চালানোর অভিযোগ তোলা হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল শিক্ষক সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রত্যক্ষ প্ররোচনাতেই এমন ঘটনা ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিলে বিপুল সংখ্যক লোকের ভিড় দেখে ঈর্ষান্বিত হয়ে ওই অনশন মঞ্চ থেকেই প্ররোচনা দেওয়া হয়। আর যার ফলেই সামান্য উত্তেজনা তৈরি হয়। তবে হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।