Train Tickets Validity: ট্রেনের টিকিটের ভ্যালিডিটি কতক্ষণ! না জানলে দিতে হবে মোটা টাকার জরিমানা

Antara Nag

Published on:

How long is the validity of Train General Tickets according to the rules of Indian Railways: উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত প্রত্যেক শ্রেণীর মানুষই ভারতীয় রেল পরিষেবা ব্যবহার করে থাকেন প্রয়োজন অনুযায়ী। তাই সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করেই ভারতীয় রেল দপ্তর বিভিন্ন ধরনের টিকিটের (Train Tickets) ব্যবস্থা করেছে। মূলত ৫ ধরনের টিকিট ব্যবহার করা হয় ভারতীয় রেল পরিষেবার ক্ষেত্রে। ফার্স্ট ক্লাস এসি, সেকেন্ড ক্লাস এসি, থার্ড ক্লাস এসি, স্লিপার এবং জেনারেল। ফাস্ট ক্লাস এসি টিকিটের দাম সবচেয়ে বেশি এবং জেনারেল ক্লাসের টিকিটের দাম সবচেয়ে কম। তুলনামূলকভাবে জেনারেল ক্লাসের টিকিটের চাহিদা সবথেকে বেশি।

জেলার ক্লাসের টিকিটের ক্ষেত্রে বৈধতার (Train Tickets Validity) সীমা নির্দিষ্ট করা রয়েছে। নির্দিষ্ট সময় অতিক্রম করলেই টিকিটের বৈধতা হারায়। বৈধতাহীন কোন টিকিট ব্যবহার করলে যাত্রীকে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে। টিকিটের বৈধতার সময় অতিক্রম করে গেলে টিকিট কাটার পরও কোন লাভ তো হবেই না উল্টে সমস্যায় পড়বেন যাত্রীরা। জেনারেল ক্লাসের টিকিটের বৈধতার সময় কতক্ষণ জানতে চাইলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।

যেকোনো সময় জেনারেল ক্লাসের একটি টিকিট কেটে রেখে দিলেন, এবং পরবর্তীতে নিজের পছন্দমত সময় সেই টিকিটটিকে ব্যবহার করলেন এই সুবিধা ভারতীয় রেল পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ২০১৬ সাল অব্দি দিনের যেকোনো সময় টিকিট কেটে যে কোন সময় ট্রেন পরিষেবা ব্যবহার করা যেত সেই টিকিটের সাহায্যে। ২০১৬ সালের পর থেকে নিয়মে অনেক পরিবর্তন করা হয়েছে। এখন টিকিট কাটার পর নির্দিষ্ট সময়ের মধ্যেই (Train Tickets Validity) ট্রেন পরিষেবা গ্রহণ করতে বাধ্য থাকবে যাত্রী। নির্দিষ্ট সময় অতিক্রম করলে নতুন করে টিকিট কেটে তবেই ট্রেনে উঠতে পারবেন যাত্রীরা।

আরও পড়ুন 👉 Lal Kuan Special Train: এবার বাংলা থেকে সহজেই এক ট্রেনেই যাওয়া যাবে নৈনিতাল! স্পেশাল ট্রেনের ঘোষণা করল রেল

কালোবাজারিদের হাত থেকে বাঁচতে এমন নিয়ম চালু করেছে রেল কর্তৃপক্ষ। কালোবাজারিরা টিকিট কেটে তা নিয়ে ব্যবসা করা শুরু করেছিলো। এর ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছিল ভারতীয় রেল পরিষেবা। তাই একপ্রকার বেআইনি কাজ আটকানোর উদ্দেশ্যেই জেনারেল ক্লাসের টিকিটের ক্ষেত্রে সময়সীমা (Train Tickets Validity) নির্দিষ্ট করে দেওয়া হয় রেলের পক্ষ থেকে।

নতুন নিয়ম অনুযায়ী, কোন যাত্রী যদি ১৯৯ কিলোমিটার অব্দি পথ অতিক্রম করার জন্য জেনারেল টিকিট (Train Tickets) কেনেন, তাহলে ৩ ঘন্টার মধ্যে তাকে ট্রেনে উঠতেই হবে। টিকিট কেনার পর থেকে ৩ ঘন্টা সময় অতিক্রম করলে সেই টিকিট নিয়ে আর যাত্রা করতে পারবেন না সেই যাত্রী। যদি তিনি যাত্রা করেন তবে তাকে টিকিটবিহীন যাত্রী হিসেবে জরিমানা দিতে হবে রেল কর্তৃপক্ষকে। তবে গন্তব্যের দিকে যাওয়া প্রথম ট্রেনটি যদি টিকিট কেনার ৩ ঘন্টার পর যাত্রা করে তাহলে ছাড় পাওয়া যাবে সময়সীমায়। ২০০ কিলোমিটার বা তার অধিক দূরত্বের পথ অতিক্রম করার জন্য জেনারেল টিকিট কিনতে চাইলে ৩ দিন আগেও টিকিট কাটতে পারেন কোন যাত্রী।