BLDC Fan: বন বন করে ফ্যান ঘুরলেও বিল আসবে ৩ গুণ কম! শুধু করতে হবে এই কাজ

If you use a BLDC Fan, the electricity bill will be 30 percent less: শীত তো চলে গেছে অনেক দিন হল। মার্চের শুরু থেকেই তীব্র দাবদহে নাজেহাল সাধারণ মানুষ। কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গরমের দাপট একেবারেই কমেনি গরমের হাত থেকে বাঁচতে এসি কিংবা ফ্যান একমাত্র উপায়। কিন্তু সারাদিন ফ্যান বা এসি চালিয়ে রাখলে মাসের শেষে মোটা টাকা ইলেকট্রিক বিল দিতে হবে। তাই মধ্যবিত্ত পরিবার নানাভাবে ইলেকট্রিক বাঁচানোর চেষ্টা করেন। এই সমস্যা মেটাতে বিভিন্ন ফ্যান প্রস্তুত কারক কোম্পানি নিয়ে এলো বিশেষ প্রযুক্তি (BLDC Fan)।

সাধারণত বাড়িতে আমরা তিন ধরনের ফ্যান ব্যবহার করে থাকি। সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান ও টেবিল ফ্যান। এই ফ্যান গুলি চালানোর জন্য প্রয়োজনীয় মটরের উপর নির্ভর করে ইলেকট্রিক খরচের পরিমাণ। টেবিল ফ্যান চালালে বিদ্যুৎ খরচ হয় ৫০ থেকে ৫৫ ওয়াট। আর সিলিং ফ্যানের ক্ষেত্রে বিদ্যুৎ খরচের পরিমাণ ৭০ থেকে ৭৫ ওয়াট। পুরোনো দিনের সিলিং ফ্যান হলে সেক্ষেত্রে আরও অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়। পুরনো দিনের সিলিং ফ্যানে ১৫০ ওয়াট বিদ্যুৎ খরচ হতে পারে। আর স্ট্যান্ড ফ্যানের ক্ষেত্রে ৬৫ থেকে ১০০ ওয়াট বিদ্যুৎ খরচ হতে পারে। এর থেকে খুব পরিষ্কার ভাবেই বোঝা যায় যে, স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যানের তুলনায় সিলিং ফ্যান চালালে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়।

বর্তমানে যে ধরনের ফ্যান আমরা ব্যবহার করে থাকি তার নিরিখে, টেবিল ফ্যান চালালে সবথেকে কম পরিমাণ বিদ্যুৎ খরচ হবে। কিন্তু বাড়িতে টেবিল ফ্যানের তুলনায় সিলিং ফ্যানের ব্যবহার অনেক বেশি হয়। গরমের হাত থেকে বাঁচতে স্ট্যান্ড ফ্যানের ও ব্যবহার করে অনেকে কিন্তু স্ট্যান্ড ফ্যানের বিদ্যুৎ খরচের পরিমাণ আরো বেশি। তাই ঘরোয়া পদ্ধতিতে ইলেকট্রিক বিল কমাতে চাইলে সিলিং ফ্যান বা স্ট্যান্ড ফ্যানের বদলে টেবিল ফ্যান ব্যবহারের পরিমাণ বাড়ানো উচিত।

আরও পড়ুন 👉 AC vs Fan Benefit: এসি আর ফ্যান একসঙ্গে চালানো নিয়ে নানা মত! কোনটি সুবিধা, কোনটি বাঁচায় বিদ্যুৎ খরচ

টেবিল ফ্যানে সাশ্রয় হলেও টেবিল ফ্যানের হাওয়া একটি নির্দিষ্ট জায়গা অব্দি যায়। তাই ঘরে একাধিক লোক একসাথে থাকলে সিলিং ফ্যানই একমাত্র ভরসা। এই সব কিছু কথা মাথায় রেখে নতুন বিএলডিসি (BLDC Fan) প্রযুক্তি ব্যবহার করে সিলিং ফ্যান তৈরি করছে বহু কোম্পানি। সাধারণত ব্যবহৃত ডিসি মোটরের তুলনায় বিএলডিসি মোটর ব্যবহার করলে বিদ্যুৎ খরচের পরিমাণ অনেকটাই কমে যায়। বিএলডিসি প্রযুক্তিকে ব্যবহার করে তৈরি করা সিলিং ফ্যানগুলিতে মাত্র ২০ থেকে ৩৫ ওয়াট বিদ্যুৎ খরচ হয়। সে ক্ষেত্রে নিশ্চিন্তে সিলিং ফ্যান চালিয়েও বিদ্যুতের বিল কমাতে পারেন সাধারণ মানুষ।

বিএলডিসি (BLDC Fan) মটর মূলত এলইডির মতনই কাজ করে। এলইডি লাইট অন্যান্য লাইটের তুলনায় কম বিদ্যুৎ খরচ করে কিন্তু একই রকম আলো দেয়, বিএলডিসি প্রযুক্তি যুক্ত সিলিং ফ্যানেও একই রকম ঠান্ডা হাওয়া পাওয়া যায়। তবে সাধারণ জ্ঞানের তুলনায় এই প্রযুক্তিযুক্ত ফ্যান স্বাভাবিকভাবেই একটু খরচ সাপেক্ষ। এই ধরনের ফ্যানের বাজার দর শুরুই হয় ন্যূনতম ৩০০০ টাকা থাকে তবে একবার একটু বেশি টাকা খরচ করে এই ফ্যান কিনলে, ইলেকট্রিক বিল বাবদ অনেক বেশি টাকা সঞ্চয় করতে পারবেন সাধারণ মানুষ। এমনই দাবি করেছেন কোম্পানিগুলি।