Lithium Processing: চীনের ভরসা শেষ! এবার ব্যাটারির লিথিয়াম নিয়ে বড় পরিকল্পনা ভারতের

Prosun Kanti Das

Published on:

India has big plans for lithium processing to break dependency on China: ভারত সম্প্রতি লিথিয়াম প্রক্রিয়াকরণ (Lithium Processing) নিয়ে চিনের উপর নির্ভরশীলতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে লিথিয়াম প্রক্রিয়াকরণ নিয়ে সাহায্য চেয়ে আলোচন শুরু করেছে ভারত। সংবাদসংস্থা এ বিষয়ে জানিয়েছে যে, চার ওয়াকিবহাল সূত্রকে উদ্ধৃত করা হয়েছে। এমনকি লিথিয়াম খননে সায় দিয়েছে কেন্দ্র, এই আলোচনা রয়েছে একদম প্রাথমিক স্তরে। বৈদ্যুতিক গাড়ি এবং লিথিয়াম খনন প্রক্রিয়া যা খুব শীঘ্রই শুরু হবে তাতে উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগাতে একাধিক দেশের সঙ্গে আলোচনা করছে ভারত।

ভারত সরকারের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে ২০১৪ সালের কমপক্ষে দুবার বৈঠক হয়ে গেছে রাশিয়ার সরকার পরিচালিত পরমানু শক্তি সংস্থা রোজ়াটমের শাখা সংস্থা টেনেক্স-এর আধিকারিকদের। বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হলো লিথিয়াম প্রক্রিয়াকরণের প্রযুক্তি (Lithium Processing) এবং ভারতীয় সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধা।

কেন্দ্রের খনি মন্ত্রক এই বিষয় নিয়ে গত বছর অস্ট্রেলিয়া এবং ইউএসএ-র সঙ্গে আলোচনা শুরু করেছে। কেন্দ্রের দুই আধিকারিক এবং শিল্পমহলের দুই পদস্থ কর্তার দাবি করেছে, লিথিয়ামের খনন প্রক্রিয়ার (Lithium Processing) জন্য কেন্দ্র এবং কিছু বেসরকারি সংস্থা ইতিমধ্যেই সাহায্য চেয়েছে বলিভিয়া, ব্রিটেন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার কাছেও।

দুই কেন্দ্রীয় আধিকারিক দাবী করেছেন যে, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম কার্বন নির্গমণকারী ও তেল আমদানিকারী দেশ, তাই এখানে লিথিয়াম মাইনিং শিল্প (Lithium Processing) গড়ে তোলার প্রচেষ্টার ব্যাপারে আলোচনা করা হয়েছে। সাধারণত লিথিয়াম কাজে লাগে ঘরোয়া বৈদ্যুতিক গাড়ি শিল্পের জন্য প্রয়োজনীয় ব্যাটারির কাঁচামাল হিসাবে। যা কার্বন নির্গমণ করতেও সাহায্য করে এবং পাশাপাশি তেলের আমদানি নির্ভরতাও কমায়।

আরও পড়ুন 👉 Sinking cities: ঘুম উড়ছে রাতের, নতুন সমস্যায় চীন! গৃহহীন হতে পারেন লক্ষ লক্ষ মানুষ

ভারতের লিথিয়াম প্রক্রিয়াকরণের (Lithium Processing) জন্য যে ধরনের প্রযুক্তির দরকার সেই বিষয়ে যাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এমন দেশগুলির সঙ্গে একজোট হয়ে কাজ করতে আগ্রহী। ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বনির্ভর হতে চাওয়া এবং তার একটা পথ হলো অন্য দেশের সঙ্গে জোট বেঁধে এই বিষয়ে আলোচনা করা।

তবে এই প্রক্রিয়াকরণের বিষয় নিয়ে টেনেক্স, রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রক এবং ভারতের খনি মন্ত্রকের তরফে কোনও মন্তব্য প্রকাশ্যে আসেনি। রাশিয়ার রোজ়াটম-ও এই প্রক্রিয়াকরণের বিষয় নিয়ে কোন রকম মন্তব্য প্রকাশ করেনি। গত বছর ভারতের মধ্যে লিথিয়াম খনির সন্ধান পাওয়া গেছে জম্মু ও কাশ্মীর এবং ছত্তিশগড়ে। ওই খনি থেকে লিথিয়াম উত্তোলনের জন্য মাইনিং রাইটস নিলামের প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র।