Which is the richest district in West Bengal: শুধু দেশ নয়, দেশের রাজ্যের উন্নতিও বেশ প্রশংসনীয়। তেমনই একটি উদাহরণ হল পশ্চিমবঙ্গ। যে রাজ্যে আগের থেকে বর্তমানে শিক্ষা, অর্থ সর্বদিক থেকেই উন্নতি ঘটেছে। যার প্রমাণ পাওয়া গেছে নীতি আয়োগ রিপোর্টে। ২০১৫ থেকে ১৬ সালের রিপোর্ট এবং ২০১৯ থেকে ২১ সালের রিপোর্টের মধ্যে পার্থক্য করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা। আর সেখানেই জানা গিয়েছে রাজ্যের ধনী জেলা কোনটি। শুধু আর্থিক দিক থেকে নয়, পুষ্টি, শিক্ষা, জীবনধারা সমস্ত দিক থেকে মাপকাঠি করে জানা গিয়েছে রাজ্যের ধনী জেলা (Richest District in West Bengal)। জানেন কি? যদি না জেনে থাকেন জেনে নিন।
প্রসঙ্গত, চলতি বছরে প্রকাশ্যে এসেছে ২০২২ থেকে ২৩ সালের নীতি আয়োগে রিপোর্ট। যে রিপোর্টের মাধ্যমে বোঝা গেছে বর্তমানে বাংলার কতটা উন্নতি হয়েছে। এই রিপোর্টের পাশে ২০১৯ থেকে ২১ সালের রিপোর্ট বসিয়ে দেখা যায় সেই সময় রাজ্যের জনসংখ্যার ১১.৮৯% মানুষ দারিদ্রসীমার নিচে ছিল। তবে ২০২৩ সালে নীতি আয়োগে রিপোর্ট বলছে, বর্তমানে সেখান থেকে অনেক মানুষ বেরিয়ে এসেছে। এই সময়ে দারিদ্রসীমার নিচে বসবাস করছে ৮.৬০ শতাংশ মানুষ। ফলে অনেকটাই রাজ্যের উন্নতি হয়েছে। তার পাশাপাশি রিপোর্টে জানানো হয়েছে, এইসবের ভিত্তিতে রাজ্যের ধনী জেলা কোনটি। তার পরই বা কোন জেলাগুলি রয়েছে দেখে নেওয়া যাক তালিকা।
অর্থ, শিক্ষা, পুষ্টি এবং জীবনের বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে রাজ্যের সবচেয়ে ধনী জেলা হয়ে উঠেছে রাজ্যের রাজধানী কলকাতা (Richest District in West Bengal)। তালিকার শীর্ষে অবস্থান করেছে কলকাতা। যা অন্যান্য জেলার থেকে আর্থিক দিয়ে অগ্রগতি ঘটেছে। এছাড়াও এই জেলা পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে। রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ক্যাথিড্রাল চার্চ সহ আরো অন্যান্য স্থান। যা অর্থনীতিতে বেশ গুরুত্বপূর্ণ। এছাড়াও রয়েছে বড় বড় সংস্থা এবং ব্যবসায়িক আবাসস্থল।
আরও পড়ুন ? Coal Mine: কুয়ো খুঁড়তে গিয়ে মিললো কালো সোনা, ফের বাংলার নতুন জায়গায় কয়লার সন্ধান
যদি দারিদ্রতার তুলনা করা হয় সেদিক থেকেও অনেকটাই উন্নত হয়েছে। ২০১৫ থেকে ১৬ সালের রিপোর্ট বলছে, কলকাতায় দারিদ্রসীমার নিচে ছিল ২.৭২ শতাংশ মানুষ। অপরদিকে ২০১৯ থেকে ২১ সালের রিপোর্টে তা অনেকটাই কমেছে। গরিব মানুষ রয়েছে ২.৫৬ শতাংশ।
রাজ্যের ধনী জেলার (Richest District in West Bengal) তালিকায় কলকাতার পরে রয়েছে উত্তর ২৪ পরগনা। যা বাণিজ্যের দিক দিয়ে প্রধান জেলা। যেখানে রয়েছে অনেক বড় বড় কারখানা ও মিল। তারপরে রয়েছে অন্য শিল্প জেলা হুগলি এবং আর্থিক দিক দিয়ে উন্নত হাওড়া অন্যান্য জেলাগুলি।