Home Loan: এই ৫ ব্যাঙ্ক, যেখানে মিলতে পারে সবচেয়ে সস্তায় হোম লোন

Prosun Kanti Das

Published on:

Advertisements

The cheapest home loan can be got from these 5 banks: নিজের একটি বাড়ির স্বপ্ন দেখেন অনেকেই, কিন্তু আর্থিক অভাবের কারণে তা আর পূরণ করা হয়ে ওঠে না। ঋণ নিয়ে বাড়ি কেনা যেতে পারে, তবে সে ক্ষেত্রেও রয়েছে অতিরিক্ত সুদের চাপ। তাই বাড়ি কেনার জন্য লোন নিতে চাইলে আগে জেনে নিন কোন কোন ব্যাংকে কম সুদে হোম লোন দেওয়া হয়। প্রতিমাসে যতটা সম্ভব কম ইয়েমাই দেওয়া যায়, ততই নিশ্চিন্ত থাকবে সাধারণ মানুষ। হোম লোন (Home Loan) দীর্ঘ মেয়াদের জন্য নেওয়া সম্ভব। কিন্তু, যত বেশি মেয়াদের জন্য হোম লোন নেওয়া হবে, তত বেশি অর্থ প্রদান করতে হবে সংস্থাকে।

Advertisements

সুদের হারের সামান্য তারতম্য ইএমআই এর পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিতে পারে। যেমন কোন ব্যক্তি যদি ৯.৮% সুদে ৫০ লাখ টাকার লোন নেন, তাহলে প্রতি মাসে ইএমআই দিতে হবে ৬৫ হাজার ৫২৩ টাকা। কিন্তু যদি সুদের পরিমাণ সামান্য বাড়িয়ে ১০ শতাংশ করা হয়, তাহলে প্রতিমাসে ইএমআই দিতে হবে ৬৬ হাজার ৭৫ টাকা। চলুন জেনে নেওয়া যাক, হোম লোনের (Home Loan) ক্ষেত্রে কোন কোন ব্যাংক সব থেকে কম সুদ অফার করছে সাধারণ মানুষকে।

Advertisements
এইচডিএফসি

বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক এইচডিএফসি। হোম লোনের (Home Loan) ক্ষেত্রে এই ব্যাংকটি ৯.৪% থেকে ৯.৯৫ শতাংশ অবধি সুদের হার অফার করে থাকে গ্রাহককে।

Advertisements
এসবিআই

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিভিল স্কোরের উপর নির্ভর করে লোন দেয়। ২০২৩ থেকে নতুন হারে সুদ নিচ্ছে এসবিআই। গ্রাহকদের সিভিল স্কোরের উপর নির্ভর করে হোম লোনের (Home Loan) ক্ষেত্রে ৯.১৫ থেকে ৯.৭৫ শতাংশ সুদ অফার করছে গ্রাহককে।

আইসিআইসিআই

ব্যাংকটি পরিচিত লোন প্রদানকারী ব্যাংক হিসেবেই। হোম লোনের ক্ষেত্রে এই ব্যাংকটি ৯.৪০ শতাংশ থেকে ১০.০৫ শতাংশ সুদের হার অফার করেছে গ্রাহকদের। ব্যবসায়ীদের জন্য ৩৫ লাখের কম লোনের ক্ষেত্রে ৯.৪০ শতাংশ থেকে ৯.৮০ শতাংশ সুদের হার ধার্য করা হয়েছে। চাকুরীজীবীদের জন্য এই সুদের হার ৯.২৫ শতাংশ থেকে ৯.৬৫ শতাংশের মধ্যে রাখা হয়েছে।

আরও পড়ুন ? Loan Interest Misuse: লোন নিয়ে ছেলেখেলা অতীত! টাকা ফেরৎ পাবেন গ্রাহকরা, কড়া নির্দেশ দিল RBI

কোটাক মাহিন্দ্রা

অন্যতম বেসরকারি সংস্থা কোটাক মাহিন্দ্রা ব্যাংক হোম লোনের (Home Loan) জন্য ৮.৭ শতাংশ সুদের হার ধার্য করেছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সুদের হার রয়েছে ৮.৭৫ শতাংশ।

পিএনবি

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও লোনের পরিমাণ, মেয়াদ ও সিভিল স্কোরের উপর নির্ভর করে সুদ নির্ধারণ করে। হোম লোন (Home Loan) নেবার ক্ষেত্রে ৯.৪ শতাংশ থেকে ১১.৬ শতাংশের মধ্যেই সুদের হার রাখে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।

Advertisements