নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা নিজেদের প্রতিপত্তি বজায় রেখেছে তার মধ্যে রয়েছে জিও (Jio), এয়ারটেল (Airtel), ভোডাফোন আইডিয়া (Vi) এবং বিএসএনএল (BSNL)। এই সকল টেলিকম সংস্থা সেলুলার নেটওয়ার্ক পরিষেবা দেওয়ার পাশাপাশি দিয়ে থাকে ব্রডব্যান্ড (Broadband) পরিষেবাও। আর সব জায়গাতেই তাদের চলছে প্রতিযোগিতা।
প্রতিযোগিতার এই বাজারে এবার রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এমন এক অফার নিয়ে হাজির যাতে রীতিমতো রাতের ঘুম উড়বে Jio, Airtel-এর মত সংস্থাগুলির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আসলে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি এবার বাড়ি বাড়ি কোনরকম খরচ ছাড়াই ব্রডব্যান্ড ওয়াইফাই পরিষেবা ইন্সটল (Free installation BSNL Broadband) করার ঘোষণা করল। নতুন এই ঘোষণার ফলে বহু গ্রাহকরা উপকৃত হবেন তা নিয়ে কোন সন্দেহ নেই।
বিএসএনএল ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রে ইনস্টলেশন চার্জ ছাড়াই বাড়ি বাড়ি ব্রডব্যান্ড, ওয়াইফাই পরিষেবা ইনস্টল করার ঘোষণা করা হয়েছিল মূলত গত বছর। যে ঘোষণার মেয়াদ ছিল ২০২৪ সালের ৩১ মার্চ। গত বছরের ঘোষণার এই মেয়াদ শেষ হওয়ার পর সংস্থার তরফ থেকে সম্প্রতি ফের এমন অফার দেওয়ার ঘোষণা করা হয়েছে। এবার গোটা বছরের জন্য এই অফার দেওয়া হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ গ্রাহকরা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এমন অফারের সুবিধা লাভ করতে পারবেন।
সেলুলার নেটওয়ার্ক যেমন এখন দেশের নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ঠিক সেই রকমই ধাপে ধাপে ব্রডব্যান্ড পরিষেবাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। প্রতিদিনই বাড়ছে ব্রডব্যান্ড গ্রাহকদের সংখ্যা। বাড়িতে বাড়িতে থাকা ল্যাপটপ, ডেস্কটপ সহ অন্যান্য জিনিসপত্র ব্যবহারের ক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা অত্যন্ত প্রয়োজন। আর এসবের কারণেই যে সকল নতুন গ্রাহকরা ব্রডব্যান্ড পরিষেবা নিতে চান তারা বিএসএনএলের এই অফারের অংশীদার হয়ে লাভ উঠাতে পারবেন।
সংস্থার তরফ থেকে বর্তমানে ভারত ফাইবার এবং এয়ার ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা দেওয়া হচ্ছে। সংস্থার তরফ থেকে এই দুটি প্ল্যানের ক্ষেত্রেই গ্রাহকদের ফ্রি ইনস্টলেশন দেওয়ার ঘোষণা করা হয়েছে। যে সকল গ্রাহকরা এই অফারের সুযোগকে কাজে লাগিয়ে বাড়িতে বাড়িতে ব্রডব্যান্ড পরিষেবা নিতে চাইছেন তাদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে। এছাড়াও স্থানীয় যে সকল অফিস রয়েছে সেই সকল অফিসে গিয়েও আবেদন জানানোর সুযোগ রয়েছে।