নিজস্ব প্রতিবেদন : এতদিন পর্যন্ত বিমানের টিকিট কাটার সঙ্গে সঙ্গেই বেশ কিছু পরিষেবার চার্জ নেওয়া হতো বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির তরফ থেকে। যেসকল পরিষেবা টিকিট বুকিংয়ের সঙ্গে সঙ্গেই বাধ্যতামূলকভাবে সংস্থাগুলির তরফ থেকে জুড়ে দেওয়া হতো। এই সকল পরিষেবার চার্জ নেওয়ার ফলে স্বাভাবিকভাবেই বিমানের টিকিটের ভাড়া অনেকটাই বেশি পড়ে। কিন্তু দেখা যায় এই সকল পরিসেবার মধ্যে অনেক পরিষেবা যাত্রীদের প্রয়োজন হয় না।
বিমান যাত্রার সময় সেই সকল অনেক পরিষেবা বহন করবে অযথা যাত্রীদের সেই সকল পরিষেবার টাকা দিতে হবে, এই নিয়ে দীর্ঘদিন ধরেই নানান প্রশ্ন উঠছিল। অবশেষে এবার এই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসলো বিমান সংস্থাগুলিকে নিয়ন্ত্রণকারী কেন্দ্রীয় সংস্থা ডিজিসিএ। এরই পরিপ্রেক্ষিতে এবার তাদের তরফ থেকে যে সার্কুলার (Plane Fare New Rules) জারি করা হলো তাতে বিমানের টিকিটের ভাড়া (Plane Fare) কমবে বলেই আশা করা হচ্ছে।
নিজেদের সার্কুলারে ডিজিসিএ জানিয়েছে, বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি বেশ কিছু পরিষেবা দেওয়ার নাম করে যাত্রীদের থেকে টাকা নিয়ে থাকে। এক্ষেত্রে তারা যাত্রীদের থেকে বহু সময় ফিডব্যাক নিয়ে বুঝতে পেরেছেন, সেই সকল পরিষেবার অনেক পরিষেবা যাত্রীদের প্রয়োজন নেই। প্রয়োজন না থাকার কারণে যাত্রীদের অনেকেই সেই সকল পরিসেবা উপভোগ করেন না আর এরই পরিপ্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিয়েছেন বিমানের টিকিটের ভাড়া থেকে সেই সকল পরিষেবার খরচ আলাদা করার।
আরও পড়ুন ? Digha Hotel: হোটেল বুকিংয়ের নিয়মে বদল! এবার এত সহজে দীঘায় মিলবে না হোটেল
ডিজিসিএ এবার যে সার্কুলার জারি করেছে সেই সার্কুলার অনুযায়ী অপ্ট ইন পদ্ধতিতে যাত্রীদের থেকে টিকিট ভাড়া এবং তার সঙ্গে যাত্রীদের চাহিদা অনুযায়ী পরিষেবার খরচ নিতে হবে। বর্তমানে যে অপ্ট আউট পদ্ধতিতে টিকিটের ভাড়া নেওয়া হয় তা আর চলবে না। অর্থাৎ এবার আর সব পরিষেবার জন্য যাত্রীদের থেকে টাকা নেওয়া যাবে না। টাকা নেওয়া যাবে কেবলমাত্র যাত্রীরা যে সকল পরিষেবা বেছে নেবেন তার উপরই।
এক্ষেত্রে অপ্ট আউট পদ্ধতিতে যে সকল পরিষেবার খরচ বাদ যাবে সেগুলি হল পছন্দের আসন, খাবার, এয়ারলাইন্স লাউঞ্জের ভাড়া, চেক-ইন ব্যাগেজ ফি, খেলাধুলো সামগ্রীর চার্জ, বাদ্যযন্ত্রের চার্জ, ব্যাগে মূল্যবান জিনিস থাকার জন্য চার্জ। অর্থাৎ এই সকল পরিষেবা যদি যাত্রীরা নিতে চান তখনই কেবলমাত্র যাত্রীদের থেকে টাকা নিতে পারবে বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। এই সকল চার্জ বাদ যাওয়ার ফলে টিকিটের বেস প্রাইস অনেকটা কমে যাবে বলেই আশা করা হচ্ছে।