Darjeeling Maximum Temperature: চলতি বছর বৈশাখ মাসের প্রথম দিন থেকে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা তরতরিয়ে বাড়তে শুরু করেছে। ১৫ এপ্রিল থেকে এই তাপমাত্রা ভয়ংকর আকার নেয়। এরপর থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়, তাপপ্রবাহ তীব্র তাপপ্রবাহ। প্রথমদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বস্তি থাকলেও এখন সেই স্বস্তি পরিণত হয়েছে অস্বস্তিতে। এমনকি ছাড় পাচ্ছে না দার্জিলিংও (Darjeeling)। দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা (Darjeeling Maximum Temperature) এখন বেশ চিন্তার কারণ।
দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ থেকে বাঁচতে বহু পর্যটক উত্তরবঙ্গে ভিড় জমাচ্ছেন। এখন উত্তরবঙ্গের দার্জিলিং সহ বিভিন্ন এলাকায় পর্যটকদের যেভাবে ভিড় দেখা যাচ্ছে তাতে চড়চড়িয়ে বাড়ছে গাড়ি ভাড়া থেকে শুরু করে হোটেল ভাড়া। তবে গত কয়েকদিন ধরে দার্জিলিংয়েরও সর্বোচ্চ তাপমাত্রা যেভাবে বেড়েছে তাতে পর্যটকদের একাংশ এসি রুমের খোঁজ চালাচ্ছেন বলে জানা যাচ্ছে।
ঠান্ডার খোঁজে দার্জিলিং গেলেও গত কয়েক দিনের পরিস্থিতি এমন তাতে সেখানেও যে খুব ঠান্ডা তা নয়। যে কারণে সকালের দিকে অস্বস্তি বজায় থাকলেও বিকালের পর থেকে স্বস্তি ফিরছে। হাওয়া অফিসের পূর্বাভাস থেকে যা জানা গিয়েছে তাতে বৃহস্পতিবার দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা চড়েছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পংয়ের সর্বোচ্চ তাপমাত্রা চড়েছিল ২৭ ডিগ্রি সেলসিয়াসে। বাকি শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রিতে চড়েছিল।
অন্যদিকে হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার থেকে কিছুটা হলেও সর্বোচ্চ তাপমাত্রার পারদ কমবে দার্জিলিং, কালিম্পং জেলায়। তবে খুব যে কমবে তা নয়। শুক্রবার দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে ২৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বাকি জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু-তিন দিন এরকমই পরিস্থিতি বজায় থাকবে বলে জানা যাচ্ছে।
তবে শনিবার থেকে দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি এলাকায় ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রী, যা আমাদের কাছে আরামদায়ক হলেও কিন্তু ওই এলাকার মানুষদের কাছে মোটেই আরামদায়ক নয়। কেননা ঐ সমস্ত এলাকার বাসিন্দারা আরও অনেক কম তাপমাত্রায় বসবাস করতে অভ্যস্ত। অন্যদিকে এই বছর প্রথম দার্জিলিংয়ে এইভাবে তাপমাত্রার বৃদ্ধি পেল তা নয়, গত বছর এর থেকেও খারাপ পরিস্থিতি হয়েছিল।